Dengue : উত্তরের তুলনায় দক্ষিণ কলকাতায় ভয়ঙ্কর ডেঙ্গি, মেয়রের ওয়ার্ডেই আক্রান্ত ১১১ – ABP Ananda

কলকাতা নিউজ

অনির্বাণ বিশ্বাস, অর্ণব মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, কলকাতা:  দিনে দিনে ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গি ( Dengue ) পরিস্থিতি! এখনও অবধি ২৬ জনের মৃত্যু হয়েছে শহরে আক্রান্তের সংখ্যা ৬ হাজার পেরিয়ে গেছে। কলকাতা পুরসভার ( KMC)  সূত্রে খবর, শহরের ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ডে ১০০-জনের বেশি ডেঙ্গিতে আক্রান্ত। 

মেয়র ফিরহাদ হাকিমের ( Mayor Firhad Hakim )  ৮২ নম্বর ওয়ার্ডে এখনও অবধি ১১১ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। সর্বাধিক ৪৭৬ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১০৬ নম্বর ওয়ার্ডে।  এই পরিস্থিতিতে পরিচ্ছন্নতার স্বার্থে কড়া মনোভাব দেখাচ্ছে পুরসভা।

রবিবার সকালে সচেতনতামূলক প্রচারে বেরিয়ে ৩ নম্বর বরোর চেয়ারম্যান অনিন্দ্যকিশোর রাউত জানতে পারেন, তাঁর ওয়ার্ডে এক শিশুকন্যা ডেঙ্গিতে আক্রান্ত। আর তার বাড়ির পাশেই দুটি বন্ধ ঘরে নোংরা, আবর্জনা ডাঁই করে রাখা আছে। সঙ্গে সঙ্গে নোটিস লাগানো হয় সেই বাড়ির দরজায়। ৮৭ নম্বর ওয়ার্ডের সাদার্ন অ্যাভিনিউয়ে তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে ডেঙ্গি দমন অভিযান চালান পুর কর্মীরা।কলকাতা পুরসভা সূত্রে খবর, উত্তরের তুলনায় দক্ষিণ কলকাতায় ডেঙ্গি সংক্রমণের ছবিটা অনেক বেশি উদ্বেগজনক। 

Reels

  • কলকাতা পুরসভার এক সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে, কলকাতা পুর এলাকায় বর্তমানে মোট ডেঙ্গি আক্রান্ত ৬ হাজার ৫২ জন। গত বছর যে সংখ্যাটা ছিল ১ হাজার ৯৩ । চলতি বছরে মোট আক্রান্তের ৭৬ শতাংশের বেশি দক্ষিণ কলকাতার বাসিন্দা। অন্যদিকে, উত্তর কলকাতায় ডেঙ্গি আক্রান্ত ১ হাজার ৩৭১ জন। 

    কলকাতা পুরসভা সূত্রে খবর, উত্তরের তুলনায় দক্ষিণে ফাঁকা জমি থেকে নির্মীয়মাণ বাড়ি, পুকুর, নর্দমা, পাতকুয়ো সবই উল্লেখযোগ্য ভাবে বেশি। কলকাতা পুরসভার রিপোর্টে উল্লেখ,

  • উত্তর কলকাতায় যেখানে ফাঁকা জমির সংখ্যা ৩৮৩ (৯.৯%)
  • দক্ষিণ কলকাতায় সংখ্যাটা সেখানে ৩ হাজার ৩৮ (৭৮.৮%)

কলকাতা পুরসভা এলাকায় ডেঙ্গি যেভাবে বাড়ছে, তাতে তৃণমূল পরিচালিত পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা।
রাজনৈতিক সংঘাত চলছে। চলছে দোষারোপের পালা। কিন্তু সাধারণ মানুষের দাবি একটাই, দ্রুত মিলুক ডেঙ্গি থেকে রেহাই।

                                                                                                                                         

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMijgFodHRwczovL2JlbmdhbGkuYWJwbGl2ZS5jb20vZGlzdHJpY3QvZGVuZ3VlLXdvcnNlbi1pbi1zb3V0aC1rb2xrYXRhLXRoYW4tbm9ydGgta29sa2F0YS0xMTEtZGVuZ3VlLWFmZmVjdGVkLWluLW1heW9yLWZpcmhhZC1oYWtpbS1zLXdhcmQtOTM0NjQx0gEA?oc=5