Covid 19: তৈরি কলকাতা পুরসভা, স্বাস্থ্য দফতরের সায় পেলে বুধবার থেকেই ১২-১৪ বছর বয়সীদের টিকা – News18 বাংলা

কলকাতা নিউজ

#কলকাতা: ছোটদের টিকাকরণের প্রক্রিয়া শুরু করতে তৈরি কলকাতা পুরসভা। পুরসভার হাতে ইতিমধ্যে ১২-১৪ বছর বয়সীদের শরীরে করোনা টিকা হিসাবে ছাড়পত্র পাওয়া কোরবিভ্যাক্স এসে পৌঁছেছে। এখন কেবল মাত্র রাজ্য সরকারের ছাড়পত্র পাওয়ার অপেক্ষা। পেলেই নির্দিষ্ট টিকাকরণ কেন্দ্র থেকে এই টিকা দেওয়া হবে।

আরও পড়ুন : নাম ঘোষণা হতেই প্রচারে বাবুল! বালিগঞ্জের দেওয়ালে দেওয়ালে আঁকলেন জোড়াফুল

মঙ্গলবার কলকাতা পুরসভায় এসে পৌঁছয় কোরবিভ্যাক্স টিকা। পুরসভার স্টোরে ৮৮ হাজার কোরবিভ্যাক্স এসেছে বলে জানিয়েছে পুরসভা। ইতিমধ্যে এই টিকা নিয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের বৈঠক চলছে। বৈঠক থেকে সবুজ সংকেত এলেই আগামীকাল, অর্থাৎ বুধবার থেকে ১২ থেকে ১৪ বছরের বয়সীদের জন্য এই ভ্যাকসিন দিতে তৈরি কলকাতা পুরসভা। এই জন্য কলকাতা পুরসভার ৩৭ টি কোভ্যাকসিন সেন্টারকে কাজে লাগাবে কর্তৃপক্ষ। তবে রাজ্য স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই জানিয়েছে কো- ভ্যাকসিন এবং কোরবিভ্যাক্স একসঙ্গে দেওয়া যাবে না এক সেন্টার থেকে। তাই আপাতত রাজ্য স্বাস্থ্য দফতরের সবুজ সংকেতের অপেক্ষায় কলকাতা পুরসভা। মাধ্যমিক পরীক্ষা ও সামনে হোলির ছুটি থাকায় স্কুলে স্কুলে এই ভ্যাকসিন দেওয়ার কাজ আগামী সপ্তাহ থেকে শুরু করবে কলকাতা পুরসভা, যদি তার মধ্যে স্বাস্থ্য দফতর অনুমতি দেয়।

আরও পড়ুন : পুরসভায় পদ পাওয়া-না পাওয়া নিয়ে কোনও রকম অশান্তি বরদাস্ত নয়, কড়া বার্তা তৃণমূলের

মঙ্গলবার কলকাতা পুরসভা এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। তিনি বলেন কলকাতা পুরসভা মশা বাহিত রোগের ক্ষেত্রেও কড়া পদক্ষেপ নিয়েছে। মার্চের প্রথম দশ দিনে মশাবাহিত রোগ গাফিলতির অভিযোগে বেশ কিছু নাগরিককে জরিমানা করা হয়েছে। এই জরিমানা থেকে পুরসভার আয় হয়েছে চার লক্ষ ৫৫ হাজার টাকা। আরও বেশকিছু নাগরিককে জরিমানা করা হয়েছে যাঁর মূল্য ২৯ লক্ষ ৫০ হাজার টাকা। বাড়িতে বা প্রতিষ্ঠান মশা বাহিত রোগের নির্দেশ পালন না করলে যত্রতত্র জমা জল বা মশার উৎস স্থল থাকলে এভাবেই জরিমানা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অতীন ঘোষ।

Biswajit Saha

Published by:Uddalak B

First published:

Tags: Covid ১৯

Source: https://bengali.news18.com/news/kolkata/from-where-12-14-aged-children-will-get-corbeavax-in-kolkata-municipality-area-see-ub-761541.html