অনলাইন ডেস্ক ॥ আগামী ২৭ মার্চ থেকে ঢাকা-কলকাতা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এ রুটে প্রতিদিন ঢাকা থেকে বিকেল ৫টা ২০মিনিটে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে ও কলকাতা থেকে সন্ধ্যায় ৬টা ৪০মিনিটে (স্থানীয় সময়) ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।
বুধবার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান সংস্থাটি। ভারতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ২৭ মার্চ থেকে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।
এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ২০২০ সালের ২৫ মার্চ থেকে কলকাতায় বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করা হয়। তবে পরিস্থিতি বিবেচনায় বাণিজ্যিক ফ্লাইটের পরিবর্তে বাংলাদেশ ও ভারতের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় বিশেষ ফ্লাইট চালু ছিল।
Source: https://www.dailyjanakantha.com/details/article/637793/%E0%A7%A8%E0%A7%AD-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9A-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%8F%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%9F/