রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের জেরে অপরিশোধিত তেলের দাম উর্ধ্বমুখী। এই মুহূর্তে এটি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। অপরিশোধিত তেলের দাম ৩০০ ডলারে পৌঁছাতে পারে বলে হুমকি দিয়েছে রাশিয়া। এই পরিস্থিতিতে কলকাতা-সহ সারা দেশে কী দামে বিক্রি হচ্ছে পেট্রোল এবং ডিজেল জেনে নেওয়া যাক।
Kolkata, First Published Mar 12, 2022, 9:59 AM IST
রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের (Russia-Ukraine war) জেরে অপরিশোধিত তেলের দাম উর্ধ্বমুখী (Crude Oil Price High)। অপরিশোধিত তেলের দাম ৩০০ ডলারে পৌঁছাতে পারে বলে হুমকি দিয়েছে রাশিয়া। আমেরিকা সহ বিশ্বের অনেক দেশেই তেলের দাম রেকর্ড উচ্চতায় পৌছেছে। জানুন কলকাতা (Kolkata)-সহ সারা দেশে কী দামে বিক্রি হচ্ছে পেট্রোল এবং ডিজেল ।
Last Updated Mar 12, 2022, 9:59 AM IST
Source: https://bangla.asianetnews.com/business/petrol-and-diesel-price-on-12th-march-in-kolkata-r8m75s