নিরাপত্তাজনিত কারণে কলকাতা লিগের ফাইনাল এক মাস পিছিয়ে গেল। শনিবার আইএফএ-র মিটিংয়ে ঠিক হয়, এই ফাইনাল হবে ১৮ নভেম্বর। কলকাতা লিগের ফাইনাল হওয়ার কথা ছিল ১৮ অক্টোবর। সেই দিনটাই পিছিয়ে গিয়েছে।
শুক্রবার আইএফএ-এর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ফাইনাল পিছিয়ে গেলেও এক মাস পরেই কোভিডবিধি মেনে ৫০ শতাংশ দর্শকের সামনেই অনুষ্ঠিত হবে কলকাতা লিগের ফাইনাল। ১৮ নভেম্বর যুবভারতী হবে লিগের ফাইনাল ম্যাচ। যেখানে মুখোমুখি হবে মহমেডান স্পোর্টিং এবং রেলওয়ে এফসি।
৪১ বছর পর সাদা-কালো ব্রিগেডের সামনে কলকাতা লিগ জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে। এ দিকে ৬৩ বছর পর রেলের সামনেও ইতিহাস লেখার সুযোগ। কে হবে চ্যাম্পিয়ন? সেটা জানার জন্য এখন দীর্ঘ অপেক্ষা করতে হবে।
১৯৮১ সালে শেষ বার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মহমেডান স্পোর্টিং। এর পর থেকে লিগের রং কখনও লাল-হলুদ হয়েছে, কখনও আবার সবুজ-মেরুন। তবে সবাইকে চমকে দিয়ে ২০১৯ সালে লিগ চ্যাম্পিয়ন হয়ে তাক লাগিয়ে দিয়েছিল পিয়ারলেস। তিন প্রধানের বাইরে কোনও দল হিসেবে ১৯৫৮ সালের পর লিগ চ্যাম্পিয়ন হয়েছিল পিয়ারলেস। ১৯৫৮ সালে ইস্টার্ন রেল কলকাতা লিগ জিতে নজির গড়েছিল। এ বার আবার রেলের দলের সামনে লিগ জয়ের হাতছানি রয়েছে।
Source: https://bangla.hindustantimes.com/sports/football/the-final-of-cfl-will-be-played-on-november-18th-between-mohammedan-sc-and-railway-fc-31634394626144.html