দেখতে দেখতে শেষ হয়ে এলো আইপিএলের ১৪তম আসরের জমজমাট লড়াই। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি সাবেক দুই চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস আর কলকাতা নাইট রাইডার্স।
শেষ হাসি হাসবে কোন দল? সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের হাতে কি উঠবে তৃতীয় শিরোপা নাকি চতুর্থবারের মতো ট্রফি উৎসবে মাতবে মহেন্দ্র সিং ধোনির দল? জানতে অপেক্ষা মাত্র কয়েক ঘণ্টার।
মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতেছেন কলকাতা অধিনায়ক ইয়ন মরগ্যান। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ চেন্নাই প্রথমে ব্যাটিং করবে।
প্লে-অফে টানা দুই ম্যাচ জিতে ফাইনালে এসেছে কলকাতা। হারিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আর দিল্লি ক্যাপিটালসকে। অন্যদিকে দিল্লিকে প্রথম কোয়ালিফায়ারে হারিয়েই ফাইনালে জায়গা করে নেয় চেন্নাই।
কলকাতা একাদশ
শুভমান গিল, ভেঙ্কটেশ আয়ার, রাহুল ত্রিপাথি, নিতিশ রানা, দিনেশ কার্তিক, ইয়ন মরগ্যান (অধিনায়ক), সাকিব আল হাসান, সুনিল নারিন, লুকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী, শিভাম মাভি।
চেন্নাই একাদশ
রুতুরাজ গাইকঁদ, ফাফ ডু প্লেসি, মঈন আলি, রবিন উথাপ্পা, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জস হ্যাজলেউড।
এমএমআর/এএসএম
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন জাগো নিউজে। আজই পাঠিয়ে দিন – [email protected]
Source: https://www.jagonews24.com/sports/cricket/707394