দেখতে দেখতে শেষ হয়ে এলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) এবারের আসরের খেলা। ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামবে আজ। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। আজ ধোনিদের হারাতে পারলেই তৃতীয় দল হিসেবে তৃতীয় শিরোপা স্বাদ পাবে কলকাতা।
তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ের লক্ষ্য চতুর্থ শিরোপা। আর তাদের হারিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়ে আইপিএলে যৌথভাবে দ্বিতীয় সফল দল হওয়ার মিশন কলকাতার।
শিরোপার লড়াইয়ে কলকাতার অনুপ্রেরণা হতে পারে তাদের ইতিহাসের প্রথম ফাইনাল। ওইবার চেন্নাইকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল গৌতম গম্ভীরের দল। দুটি ফাইনালে উঠে দুইবারই চ্যাম্পিয়ন হওয়া কলকাতা এবার তৃতীয় ট্রফি হাতে নিতে উদ্দীপ্ত। ভেঙ্কটেশ আইয়ার ও শুভমান গিল গত ম্যাচের মতো ভালো শুরু এনে দিতে পারলে বাকিদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। চেন্নাইয়ে শক্ত ও গোছালো ব্যাটিং লাইনআপের পরীক্ষা নিবেন সুনীল নারিন, বরুণ চক্রবর্ত্তী।
পাঁচবার মুম্বাই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন্স হলেও আইপিএলের সফলতম দল বলা যায় চেন্নাইকে। কারণ এই দলটি সর্বোচ্চ ৯ বার ফাইনাল খেলেছে। এ নিয়ে ১০মবার উঠলো ফাইনালে। অন্যদিকে দুইবার ফাইনালে উঠে দুইবারই ট্রফি উঁচিয়ে ধরেছে কেকেআর। তবে পরিসংখ্যানে এগিয়ে থাকা চেন্নাই চলতি আসরেও গ্রুপ পর্বে দু’বারই হারিয়েছে কলকাতাকে।
দলে একটি পরিবর্তন আসলেও আসতে পারে। সাকিব আল হাসান নাকি আন্দ্রে রাসেল? ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ফিট থাকলে বাংলাদেশি অলরাউন্ডার জায়গা হারাতে পারেন। এছাড়া খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই।
(ঢাকাটাইমস/১৫অক্টোবর/এমএম)
Source: https://www.dhakatimes24.com/2021/10/15/234305/%E0%A6%A4%E0%A7%83%E0%A6%A4%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B2%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE