আজকের ম্যাচে কলকাতা ও রাজস্থানের সম্ভাব্য একাদশ – কালের কন্ঠ

কলকাতা নিউজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের ৫৪তম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে মুস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস ও সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। দুই দলের জন্য এই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। আজ রাজস্থান রয়্যালসকে হারাতে পারলেই প্লে-অফে উঠে যাবে কলকাতা নাইট রাইডার্স।

আজকের ম্যাচটিই এই আসরের শেষ ম্যাচ হতে পারে ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের। কারণ প্লে-অফে উঠতে হলে বড় জয়ের পাশাপাশি অন্যদের ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে রাজস্থানকে। বাংলাদেশ সময় রাত ৮ টায় শুরু হবে ম্যাচটি।

দুদলের সম্ভাব্য একাদশ

রাজস্থান: এভিন লুইস, ইয়াশাসভি জয়সওয়াল, সানজু স্যামসন, শিভাম দুবে, গ্লেন ফিলিপস, ডেভিড মিলার/লিয়াম লিভিংস্টোন, রাহুল তেয়াটিয়া, শ্রেয়াস গোপাল, কুলদ্বিপ যাদব, মুস্তাফিজুর রহমান ও চেতান শাকারিয়া।

কলকাতা: শুভমান গিল, ভেঙ্কেটেস আয়ার, রাহুল ত্রিপাঠি, নিতিশ রানা, এউইন মরগান, সাকিব আল হাসান/আন্দ্রে রাসেল/বেন কাটিং, দিনেশ কার্তিক, সুনীল নারিন, শিভাম মাভি, টিম সাউদি/লোকি ফার্গুসন ও বরুণ চক্রবর্তী।

সূত্র: ক্রিকবাজ

Source: https://www.kalerkantho.com/online/sport/2021/10/07/1080782