আরও একবার বাইরে সাকিব, ব্যাটিংয়ে কলকাতা – জাগো নিউজ

কলকাতা নিউজ

সাকিব আল হাসানকে একাদশের বাইরে রাখার হ্যাটট্রিক করে ফেললো কলকাতা নাইট রাইডার্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে পরপর তিন ম্যাচে সাকিবকে ছাড়াই একাদশ সাজিয়েছে প্লে-অফের টিকিট নিশ্চিতের অপেক্ষায় থাকা দলটি।

আজ দিনের প্রথম ম্যাচে আবুধাবিতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কলকাতার অধিনায়ক ইয়ন মরগ্যান। তার একাদশে কোনো পরিবর্তন আসেনি। আগের দুই ম্যাচ জেতায় উইনিং কম্বিনেশন নিয়েই নামছে তারা।

অন্যদিকে চেন্নাইয়ের একাদশে এসেছে একটি পরিবর্তন। অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর জায়গায় মহেন্দ্র সিং ধোনির দলে সুযোগ পেয়েছেন তরুণ বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার স্যাম কুরান।

এখন পর্যন্ত নয় ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে চেন্নাই। আজ জিতলে শীর্ষে উঠে যাবে তারা। অন্যদিকে সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে কলকাতা। তার জিতলে এগোবে এক ধাপ।

কলকাতা একাদশ
শুভমান গিল, ভেঙ্কটেশ আয়ার, রাহুল ত্রিপাথি, নিতিশ রানা, ইয়ন মরগ্যান (অধিনায়ক), দিনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, সুনিল নারিন, লুকি ফার্গুসন, প্রসিধ কৃষ্ণা, বরুন চক্রবর্তী।

চেন্নাই একাদশ
রুতুরাজ গাইকঁদ, ফাফ ডু প্লেসি, মঈন আলি, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, স্যাম কুরান, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জশ হ্যাজলেউড।

এসএএস/জেআইএম

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন জাগো নিউজে। আজই পাঠিয়ে দিন – [email protected]

Source: https://www.jagonews24.com/sports/cricket/702380