আবুধাবিতে আইপিএলের লড়াইয়ে মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স আর কলকাতা নাইট রাইডার্স। ম্যাচে টস জিতেছেন কলকাতা অধিনায়ক ইয়ন মরগ্যান, প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
কলকাতা একাদশে আজও জায়গা হয়নি বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের। আগের ম্যাচেও সাইডবেঞ্চে ছিলেন তিনি।
কলকাতা একাদশ
শুভমান গিল, ভেঙ্কটেশ আয়ার, রাহুল ত্রিপাথি, নিতিশ রানা, ইয়ন মরগ্যান (অধিনায়ক), দিনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, সুনিল নারিন, লুকি ফার্গুসন, প্রসিধ কৃষ্ণা, বরুন চক্রবর্তী।
মুম্বাই একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, ইশান কিশান, কাইরন পোলার্ড, সৌরভ তিওয়ারি, ক্রুনাল পান্ডিয়া, অ্যাডাম মিলনে, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জাসপ্রিত বুমরাহ।
এমএমআর/জেআইএম
Source: https://www.jagonews24.com/sports/cricket/701762