বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরেই প্রবল বৃষ্টি কলকাতা ও তার আশপাশের জেলাগুলিতে। রাস্তায় জল। শিয়ালদহ, হওড়া স্টেশনের রেললাইনে জল। টিকিয়াপাড়া ও হাওড়া কারশেডে জল বলে ট্রেনগুলি বের করতে অসুবিধা হচ্ছে। ট্রেন খুবই ধীরে চলছে।
কলকাতা ও তার আশপাশের জেলাগুলিতে সকাল ছয়টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। কিছুক্ষণ বন্ধ থাকার পর আবার বৃষ্টি শুরু হয়েছে। কলকাতায় অনেক জায়গায় একশ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবারও বৃষ্টি হবে। বৃষ্টির ফলে অনেক রাস্তাই জলের তলায়। দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, মধ্য কলকাতা সব জায়গায় জল দাঁড়িয়েছে। জনজীবন পুরোপুরি বিপর্যস্ত।
পুরসভা জানিয়েছে, ৪০৮টি পাম্প চালিয়ে জল বের করা হচ্ছে। গঙ্গার লকগেট খোলা থাকায় জল কিছুটা বেরিয়েছিল। কিন্তু সকাল সাড়ে দশটা নাগাদ লকগেট আবার বন্ধ করে দেয়া হয়েছে। ফলে জল নামতে অনেক সময় লাগছে।
সোমবার পূর্ণিমা। গঙ্গায় ভরা কোটাল আসবে। তাই পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।
জিএইচ/এসজি(পিটিআই, নিউজ১৮)
Source: https://www.dw.com/bn/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%AC%E0%A7%83%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%93-%E0%A6%9C%E0%A6%B2/a-59235610