শুধুই জল
রাস্তা কোথায়। এ তো শুধু জল। হবে নাই বা কেন। কোথাও বৃষ্টি পড়েছে ১১০ মিলিমিটার, কোথাও ১০৭, কোথাও ৯৫। তার উপর সকালে গঙ্গায় জোয়ার ছিল। জল বেরনোর পথ নেই। ফলে কলকাতা চলে গেছে জলের তলায়। মধ্য কলকাতার ছবি। একই রকম দৃশ্য দেখা গেছে উত্তর ও দক্ষিণ কলকাতাতেও।
Source: https://www.dw.com/bn/%E0%A6%9C%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A4%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE/g-59239623