বাংলায় ৬ জেলায় করোনা সক্রিয় ১০০-র নিচে, কলকাতা ও উত্তর ২৪ পরগনার সংখ্যায় উদ্বেগ – Oneindia Bengali

কলকাতা নিউজ

রাজ্যে ফের বাড়ছে করোনা সংক্রমণের গ্রাফ

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

শুক্রবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭১৯। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৩৮ জন। উত্তর ২৪ পরগনায় ১২৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ আবারও ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনাকে। কলকাতা ও উত্তর ২৪ পরগনা- দুই জেলারই দৈনিক সংক্রমণ ১২০-র উপরে। সক্রিয়ের সংখ্যায় উত্তর ২৪ পরগনার থেকে সামান্য এগিয়ে কলকাতা।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১৪৯০৯। এদিন কলকাতায় ১৩৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫০৩৫ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৮৫৬৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩০৭ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১১৮ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২৩৮১৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২৪ জন। মৃত্যু হয়েছে মোট ৪৬৮১ জনের। এদিন মৃত্যু হয়েছে ৫ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৭৮৫০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৮৭ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১২২ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৫১ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৮৫০৮ জন। হাওড়ায় আক্রান্ত ৯৬২৮৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৫ জন। হুগলিতে ৪৯ জন বেড়ে আক্রান্ত ৮৩৭৫৩ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ৯ জন, কোচবিহারে ১৫ জন, দার্জিলিংয়ে ৩৪ জন, কালিম্পংয়ে ৫ জন, জলপাইগুড়িতে ২৯ জন, উত্তর দিনাজপুরে ১ জন, দক্ষিণ দিনাজপুরে ১৫ জন, মালদহে ৬ জন, মুর্শিদাবাদে ৬ জন, নদিয়ায় ৫৬ জন, বীরভূমে ৪ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ২৬ জন, ঝাড়গ্রামে ৯ জন, পশ্চিম মেদিনীপুরে ৩৯ জন, পূর্ব মেদিনীপুরে ৩৫ জন, পূর্ব বর্ধমানে ১৭ জন, পশ্চিম বর্ধমানে ১৫ জন আক্রান্ত হয়েছেন এদিন।

Source: https://bengali.oneindia.com/news/west-bengal/coronavirus-active-case-of-six-districts-are-below-hundred-in-west-bengal-144701.html