Calcutta High Court: ক্যাম্পাসে যৌন হয়রানি কোনগুলি? বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের! – News18 বাংলা

কলকাতা নিউজ

#কলকাতা: বছর ভর ক্যাম্পাসে ক্যাম্পাসে  নানান যৌন হয়রানি (Sexual Harassment ) অভিযোগ সামনে আসে। তাই নিয়ে আন্দোলনের সংখ্যাও কম নয়। নিট ফল, পড়াশোনার ক্ষতি। সেই দিন সম্ভবত ফুরিয়ে এলো। কারণ শিক্ষাঙ্গনের যৌন হয়রানি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)৷

“শিক্ষাঙ্গনে যৌন হেনস্থার অভিযোগ মানেই তা যৌন হেনস্থা নয়। অভিযোগ আদৌ যৌন হয়রানির কিনা তাই সবার আগে খতিয়ে দেখতে হবে।”গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহা’র। একইসঙ্গে বিচারপতি তাঁর নির্দেশে জানান,অভিযোগের গুরুত্ব থাকলে তবেই সেটি ICC বা ইন্টারনাল কমপ্লেইন্টস কমিটি কাছে পাঠানো যাবে। ICC-তে গভর্নিং বডি সদস্যরা থাকতে পারেন কিনা তাও স্পষ্ট করে দিয়েছে আদালত। উত্তর কলকাতার বিধান সরণি’র বিদ্যাসাগর কলেজের অর্থনীতির অধ্যাপকের মামলায় রায় বিচারপতি অমৃতা সিনহা’র।

অর্থনীতির অধ্যাপকের(অ্যাসেসিয়েট) বিরুদ্ধে একই বিভাগের  মহিলা সহকর্মীর আনা অভিযোগ উড়িয়ে দিয়েছে হাইকোর্ট। অভিযুক্ত অধ্যাপকের আইনজীবী কল্লোল বসু জানান, “হাইকোর্ট আমাদের যুক্তিকে মান্যতা দিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছে গর্ভনিং বডি সদস্যরা ICC বা ইন্টারনাল কমপ্লেইন্ট কমিটি সদস্য হতে পারবে না। এখন নতুন আইসিসি তৈরি করতে হবে কলেজকে।”নতুন করে ICC গঠন করে, যৌন হেনস্থার অভিযোগ খতিয়ে দেখতে হবে ৩০ ডিসেম্বর ২০২১ মধ্যে।

আরও পড়ুন: ভোটপ্রচারে বেরিয়ে হাতে তুললেন…এই রূপে ফিরহাদ হাকিমকে সচরাচর দেখা যায় না!

যৌন হেনস্থা নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি, তা খারিজ করে দিয়েছে আদালত। আইনজীবী কল্লোল বসু আরও জানান,  বিচারপতি অমৃতা সিনহা’র এমন নির্দেশে শিক্ষাঙ্গনের যৌন হেনস্থার অভিযোগ গুলি এবার সঠিক পদ্ধতি মেনে নিষ্পত্তি হবে। Sexual Harassment of Women at Workplace Act.2013, এই আইন মেনে অভিযোগের সারবত্তা খুঁজে পেতে হবে আগে তারপর তার বিচার করবে ICC। প্রতি হিংসা পরায়ণ হয়ে অধ্যাপক কে বরখাস্ত বা বদলির চেষ্টা হয়েছিলো বলেও তাঁর অভিমত। যা ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশে প্রমাণিত। ২০১৮ সাল থেকে চলে আসা বিদ্যাসাগর কলেজের যৌন হয়রানির বিষয়টি প্রাথমিক ভাবে সমাপ্ত বলেই মত অনেকের। অর্থনীতির অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন  একজন অধ্যাপিকা।কলেজে আইসিসি সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন যৌন হেনস্থায় অভিযুক্ত অধ্যাপক।
হাইকোর্টের নির্দেশে সেই সমস্ত অভিযোগের একটা সঠিক অনুসন্ধান হবে বলে মনে করেন অনেক শিক্ষক শিক্ষিকা বা পড়ুয়ারা।

Source: https://bengali.news18.com/news/kolkata/calcutta-high-court-order-on-sexual-harassment-in-college-campus-sb-660254.html