NCRB-র রিপোর্ট অনুযায়ী, মহিলাদের জন্য দেশের মধ্যে সব থেকে সুরক্ষিত শহর কলকাতা। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরুর মতো মেট্রো সিটিগুলিকে পিছনে ফেলে দিয়েছে কলকাতা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট বলছে, ২০২০ সালে শহর কলকাতায় মহিলাদের সঙ্গে হওয়া অপরাধের ঘটনার সংখ্যা ২০০১টি। দিল্লিতে সেই সংখ্যা ৯৭৮২টি। মুম্বইতে ৪৫৮৩, বেঙ্গালুরুতে ২৭৩০। কলকাতায় মহিলাদের সঙ্গে অপরাধের হার ২৯.৫ শতাংশ। দিল্লিতে ১২৯ শতাংশ। মুম্বইতে ৫৩.৮ শতাংশ। বেঙ্গালুরুতে ৬৭.৩ শতাংশ। অর্থাত্ দেশের মধ্যে কলকাতা এখন মহিলাদের জন্য নিরাপদতম মেট্রো শহর। এই নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা! শুনুন…
Source: https://bengali.news18.com/videos/kolkata/kolkata-is-safest-city-for-women-says-ncrb-2020-report-smj-659185.html