#কলকাতা: পটনা থেকে গুয়াহাটি যাচ্ছিল যাত্রীবাহী বিমান৷ মাঝ আকাশে হঠাৎই ইঞ্জিন থেকে বিকট শব্দ শুনে তড়িঘড়ি কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হলেন পাইলট (Emergency landing at Kolkata Airport)৷ শেষ পর্যন্ত অন্য বিমানে করে যাত্রীদের গুয়াহাটি পাঠানোর ব্যবস্থা করল বেসরকারি বিমান সংস্থা৷
কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, মঙ্গলবার পটনা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেয় স্পাইসজেটের (Spicejet) একটি বিমান৷ যাত্রী ও বিমান সংস্থার কর্মী সহ মোট ৩৪ জন ছিলেন বিমানটিতে৷ মাঝ আকাশে থাকাকালীনই বিমানের ইঞ্জিন থেকে বিকট শব্দ শুনতে পান পাইলট৷ সঙ্গে সঙ্গে তিনি কলকাতা বিমানবন্দরের (Kolkata Airport) এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান৷ স্পাইসজেটের বিমানের চালকের অনুরোধ শুনে দ্রুত বিমানটিকে কলকাতায় জরুরি অবতরণের পথ করে দেয় কলকাতা এটিসি৷ নির্বিঘ্নেই বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে৷
আরও পড়ুন: ওড়ার ঠিক আগেই সশব্দে ফাটল চাকা! কলকাতা বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনা এড়াল দিল্লিগামী বিমান!
অবতরণের পর স্পাইসজেটের ইঞ্জিনিয়াররা বিমানটিকে পরীক্ষা করে দেখেন৷ কিন্তু ওই বিমানে আর যাত্রীদের গুয়াহাটি নিয়ে যাওয়ার ঝুঁকি নেওয়া হয়নি৷ কলকাতা থেকেই অন্য বিমানে তাঁদের গুয়াহাটি পাঠানোর ব্যবস্থা করে সংস্থা৷ ঘটনায় যাত্রীদের মধ্যেও যথেষ্ট আতঙ্ক ছড়ায়৷
Published by:Debamoy Ghosh
First published:
Source: https://bengali.news18.com/news/kolkata/patna-bound-spicejet-flight-makes-emergency-landing-at-kolkata-airport-dmg-658631.html