Weather Update : ফের নিম্নচাপের ভ্রুকুটি,বদলে যেতে পারে বঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে এদিন বজ্রগর্ভ মেঘ থেকে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী শুক্রবার ভারী বর্ষণের সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। এক্ষেত্রে ২ থেকে ৩ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা ক্ষীণ। শুক্র ও শনিবার সেভাবে উত্তরের কোনও জেলাতেই বৃষ্টির দাপট দেখা যাবে না বলে জানা যাচ্ছে। তবে বাতাসে থাকবে জলীয় বাষ্পের দাপট। ফলে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়তে থাকবে।
দক্ষিণ বঙ্গের আবহাওয়া
গণেশ চতুর্থীর দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে ভারী বর্ষণের সম্ভাবনা নেই। তবে জেলাগুলির ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ থাকবে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ ও আগামীকাল সেভাবে ভারী বর্ষণের প্রবল প্রভাব থাকবে না। তবে পরিস্থিতি পাল্টে য়েতে পারে রবিবার থেকে। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাতে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে প্রবল বর্ষণ তে পারে বলে মনে করা হচ্ছে।
নিম্নচাপের ভ্রূকুটি
এদিকে, ফের একবার সাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। শনিবার, নিম্নচাপ তৈরির পর্বল সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলের দিকে, ক্রমশ সরবে নিম্নচাপটি। এদিকে , আগে তৈরি হওয়া নিম্নচাপ বর্তমানে মধ্যপ্রদেশ ও রাজস্থানে অবস্থান করছে। এদিকে আবহাওয়ার রিপোর্ট বলছে, মৌসুমী অক্ষরেখা সেই নিম্নচাপের থেকে ডালটনগঞ্জ দিঘা হয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তার লাভ করেছে।
কলকাতার আবহাওয়া
এদিকে, আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, কলকাতা শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। কল্লোলিনী তিলোত্তমা আপাতত ভ্যাপসা ঘরম থেকে মুক্তি পাচ্ছে না বলেই জানা গিয়েছে। এর জেরে অস্বস্তিতে বাড়বে। শহরের আকাশ অংশক মেঘলা থাকবে বলে জানা গিয়েছে। তার জেরেই এই গরমের অস্বস্তি বজায় থাকবে। আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রির আশপাশে, অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রির কাছে। ফলে গণেশ পুজোর কলকাতা আপাতত গরম থেকে রেহাই পাচ্ছে না আজ।
ভারতের অন্যান্য রাজ্যের আবহাওয়া
অন্য়ান্য রাজ্যের আবহাওয়ার পূর্বাভাসে জানা গিয়েছে,আগামী ২৪ ঘণ্টায় গুজরাতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেদfক থেকে দক্ষিণভারতে কম বর্ষণ হতে পারে বলে খবর। এদিকে, সোমবার পর্যন্ত ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে কঙ্গকণ , গোয়া, গুজরাত, কর্ণাটক, মহারাষ্ট্রে। এদিকে হিমাচল প্রদেশে আগামী ৪ দিন প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। এর সঙ্গেই ধসের সম্ভাবনা থেকে যাচ্ছে। এদিকে, আইএমডির তরফে জানানো হয়েছে যে হিমাচল প্রদেশে এবার বরফ পড়তে শুরু করবে। ইতিমধ্যেই লাহুল স্পিতির শিংকুলা পাস, মানালিতে বরফ পড়তে শুরু করে দিয়েছে। এদিকে কাংরা জেলাতেও প্রবল বর্ষণ শুরু হয়েছে হিমাচলে। অন্যদিকে, হাইওয়েতে ভূমিধসের জেরে কাংরাতে বড়সড় দুর্ঘটনা ঘটে গিয়েছে।
ধস নেমে বিপত্তি
এদিকে, ঋষিকেশ ও বদ্রীনাথে প্রবল ধস নামার ঘটনা ঘটেছে। সেখানে অবিরাম বর্ষণে কার্যত বিদ্বস্ত জনজীবন। এর মাঝেই ঋষিকেশ বদ্রীনাথ জাতীয় হাইওয়েতে ধস নামে। উত্তরাখন্ডের রুদ্র প্রয়াগের নারকোটা ও শিরোবাগাশ এলাকার এই ধস নামে। এদিকে হিমাচল প্রদেশে বরফাতের জন্য প্রবল বিরত্তি নেমে সতে পারে। এই বিষয়ে সতর্কতা জারি হয়েছে। নেমে যেতে শুরু করেছে তাপমাত্রা।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ৩২.৬
বালুরঘাট ৩৩.৮
ব্যারাকপুর ৩০.৪
বর্ধমান ৩৫.০
কোচবিহার ৩৫.৭
দার্জিলিং ২০.০
কালিম্পং ২৭.০
পুরুলিয়া ৩০.৩
সল্টলেক ৩৩.৩
Source: https://bengali.oneindia.com/news/west-bengal/latest-weather-update-of-kolkata-west-bengal-india-for-10-september-2021-in-bengali-144089.html