Kolkata Police: রেকার দিয়ে রোগীসমেত অ্যাম্বুলেন্স হাসপাতালে পৌঁছে দিলেন কলকাতা পুলিশের তিন যোদ্ধা – News18 বাংলা

কলকাতা নিউজ

#কলকাতা: খারাপ হওয়া অ্যাম্বুলেন্স রেকার দিয়ে টেনে অসুস্থ রোগীকে হাসপাতালে পৌঁছলেন কলকাতা পুলিশের তিন যোদ্ধা। অসুস্থ ব্যাক্তি সমেত অ্যাম্বুলেন্স টেনে নিয়ে চলেছে একটি Wrecker, এই দৃশ্য দেখে গতকাল সন্ধ্যায় হতবাক হয়েছিলেন পথচলতি মানুষ। বুধবার সন্ধ্যায় প্রায় ০৭.৩০ নাগাদ একজন গুরুতর অসুস্থ প্রৌঢ়াকে অ্যাম্বুলেন্সে করে বেলুড় থেকে বি আর সিং হাসপাতাল নিয়ে  যাচ্ছিলেন তাঁর আত্মীয়রা।  অক্সিজেন সাপোর্ট দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল বছর ৭৫-এর প্রৌঢ়াকে।

হাওড়া ব্রিজ পার হওয়ার পরই অ্যাম্বুলেন্স খারাপ হয়ে যায়। বিষয়টি নজরে আসে হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের অফিসার ইন চার্জ, ইন্সপেক্টর অমরেশ ঘোষের। কিছুটা দূরেই ছিলেন হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের অতিরিক্ত অফিসার ইন চার্জ সৌমেন্দু ভট্টাচার্য। দুই পুলিশ কর্মী খোঁজ শুরু করেন কলকাতা পুলিশের ‘কর্মা’ অ্যাম্বুলেন্সের। কিন্তু সেই অ্যাম্বুলেন্স ব্যস্ত ছিল অন্য রোগীকে নিয়ে। অন্য অ্যাম্বুলেন্স-এর অপেক্ষায় না থেকে তাঁরা ঠিক করেন, সাহায্য নেওয়া হবে ব্রেকডাউন কারের। কিন্তু সেই গাড়িতে রোগী কে কী করে তুলবেন? তখনই ঠিক হয়, ব্রেকডাউন কারের জন্য রাখা রেকার দিয়েই টানতে টানতে খারাপ হওয়া অ্যাম্বুলেন্স রোগী সমেত নিয়ে যাবেন হাসপাতালে।

আরও পড়ুন- অশনি সংকেত? দুদিনেই ব্যাপক বদলাবে আবহাওয়া, রাজ্যজুড়ে সতর্কতা জারি…

পুরো ঘটনাটি জানানো হয় লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমে। তাদের থেকে সাহায্য চাওয়া হয়। ট্রাফিক কন্ট্রোল রুমের তত্তাবধানে বানানো হয় ‘গ্রিন করিডোর’। রেকারের সামনে দুই পুলিশকর্মী বাইক নিয়ে এসকর্ট করে এগিয়ে নিয়ে যায় অ্যাম্বুলেন্স। পুরো রাস্তার নজরদারি করে  বি আর সিং হাসপাতাল পর্যন্ত পথ দেখিয়ে নিয়ে যান হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের সার্জেন্ট দুর্গা শঙ্কর হাজরা। এই দৃশ্য দেখে তখন কলকাতার রাস্তায় দু ধারে দাঁড়িয়ে পড়েন প্রচুর মানুষ। রাস্তার দুধার থেকে মাঝে মাঝে উঠে আসে হাততালির শব্দ। প্রৌঢ়াকে হাসপাতালে পৌঁছে দেওয়া হয় নির্দ্বিধায়  নিরাপদে। কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম, দ্বিতীয় হুগলি সেতুতে অসুস্থ বাইক আরোহীকে নিজের গাড়িতে বসিয়ে হাসপাতালে পৌঁছে এক ব্যক্তির প্রাণ বাঁচিয়েছিলেন কলকাতা পুলিশের এক ইন্সপেক্টর। আবার কিছুদিন আগেই দুর্ঘটনায় আহত মহিলাকে সুস্থ করে তাঁর হারিয়ে যাওয়া পরিবারের কাছে পৌঁছে দিয়েছিলেন চারু মার্কেট থানার পুলিশ। একের পর এক সহায়তায় উদাহরণ ফুটে উঠছে কলকাতা পুলিশের।

Published by:Suman Majumder

First published:

Source: https://bengali.news18.com/news/kolkata/kolkata-police-sends-broke-down-ambulance-to-hospital-by-wrecker-smj-655829.html