COVID 19: সংক্রমণে শীর্ষে কলকাতা, ফের মৃত্যু নিয়ে আশঙ্কা বাড়াল উত্তর ২৪ পরগণা – Asianet News Bangla

কলকাতা নিউজ

First Published Sep 1, 2021, 8:24 AM IST

রাজ্যে ক্রম বর্ধমান কোভিড সংক্রমণ আগের থেকে সামান্য কমেছে। তবে কলকাতায় ফের ৯০-র ঘরে দৈনিক আক্রান্তের সংখ্যা। যদিও ফের আগের মতোই শীর্ষে রয়েছে এবার উত্তর ২৪ পরগণা। দ্বিতীয় কলকাতা। বাংলাব্যাপী মৃত্য়ু সংখ্য়া কমে এইমুহূর্তে ৬ জেলায় এসে দাঁড়িয়েছে। মঙ্গলবারের  স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছেন ৫৪৬ জন  এবং মৃত্যু বেড়ে  হয়েছে ১৩ জনের। দেখুন বাংলা তথা কলকাতার কোভিড ক্যানভাস।
 

  কোভিডের দ্বিতীয় তরঙ্গের দাপট আগের থেকে কমলেও ফের দৈনিক আক্রান্তের সংখ্যা ওঠা -নামা করছে  রাজ্যে।  তবে এবার বাংলায় মৃত্যুর সংখ্যা গত ২৪ ঘন্টায় কমেছে। কোভিডে এখনও মৃত্য়ু হচ্ছে বাংলার ৬ জেলায়। 
 

মৃত্যুর লিস্টে সেই ৬ জেলার লিস্টে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগণা।   যদিও মৃত্য়ু শূন্য এখনও হতে পারেনি কলকাতা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া,  নদিয়া,  জলপাইগুড়ি ।
 

তবে এবার   মৃত্যু শূণ্য হয়েছে মুর্শিদাবাদ দার্জিলিং,কালিংপং, দুই বর্ধমান, উত্তর দিনাজপুর জেলা।  শহরে ভ্য়াকসিনের সংখ্য়া যত বাড়বে, ততোই আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা কমবে বলেই অনুমান বিশেষজ্ঞদের।
 

মঙ্গলবারের  স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ১৩ জন। উত্তর ২৪ পরগণা জেলায় ৪ জনের মৃত্য়ু হয়েছে। কলকাতায় ৩ জনের এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া,  নদিয়া,  জলপাইগুড়ি জেলায়  ১ প্রাণ হারিয়েছেন। 

মঙ্গলবারের  স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী,  কলকাতায় একদিনে আক্রান্তের সংখ্যা  ৯২ জন। এবং এখানে মোট  সংক্রমণের সংখ্যা ৩১২,৮৬৮ জন এবং  মোট মৃতের সংখ্যা ৫০০৮ জন। 
 

 এবারও  রাজ্যের সব জেলার থেকে এবারেও সংক্রমণ নিয়ে শীর্ষে  কলকাতা ।  দ্বিতীয়  উত্তর ২৪ পরগণা। তবে উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্তের সংখ্যা  এখনও ৯০-র নীচে রয়েছে।

মঙ্গলবারের  স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, উত্তর ২৪ পরগণা একদিনে আক্রান্তের সংখ্যা ৮৯ জন। দক্ষিণ ২৪ পরগণায়  একদিনে আক্রান্তের সংখ্যা  ৩৬ জন।  দার্জিলিং একদিনে আক্রান্তের সংখ্যা ৫০ জন। 
 

মঙ্গলবারের  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,   একদিনে বাংলায় করোনা আক্রান্ত ৫৪৬ জন । যা আগের থেকে কিছুটা কমেছে।  পশ্চিমবঙ্গে এই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া ৮,৮১৫ জন।
 

তবে এই মুহূর্তে কোভিড জয়ীর সংখ্যা বেড়েছে। নিঃশ্বাস নিচ্ছে হাসপাতাল গুলি।  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪০ জন।  বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫, ২১, ৩৪২ জন। 
 

 স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী ১৮ জানুয়ারী সুস্থতার হার পেরিয়ে ৯৭ শতাংশ হয়েছিল। তারপর  দ্বিতীয় তরঙ্গে  ফের পতন হয়। মার্চের পর থেকে। তবে এরপর অভিশপ্ত প্রায় ৭ মাস পেরিয়ে গিয়েছে।  স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, রাজ্যে  সুস্থতার হার একদিনে এখনও ৯৮.২৪ শতাংশ। 
 

Source: https://bangla.asianetnews.com/gallery/kolkata/546-person-tested-covid-19-positive-in-west-bengal-during-last-24-hours-rtb-qyqirm