মুর্শিদাবাদের বহরমপুরে বাড়ি দুই সমকামী তরুণীর। দীর্ঘদিন তারা বন্ধু। সেই থেকেই প্রেম। একসময় তারা ঠিক করেন, একসঙ্গে থাকবেন। আর তাতেই বাদ সাধে পরিবার। সমকামী যুগলকে মেনে নিতে চায়নি দুইজনেরই পরিবার। তাদের আলাদা করতে রীতিমতো অত্যাচার চালানো হয়। কিন্তু তাতেও দমানো যায়নি দুই তরুণীকে। বাধ্য হয়েই তারা পুলিশের দ্বারস্থ হয়। কিন্তু পুলিশও তাদের সাহায্য করতে রাজি হয়নি। শেষপর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তরুণী যুগল। হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, একসঙ্গে থাকতে চাওয়া তাদের অধিকার। কেউ তাতে বাদ সাধতে পারে না।
-
সমকামী বিয়ে বৈধ যে সব দেশে
নেদারল্যান্ডস
বিশ্বে সর্বপ্রথম সমকামী বিয়ে বৈধ হয় এই দেশে৷ ২০০০ সালে বৈধতা পাওয়ার পর ২০০১ সালে সমকামী বিয়ে অনুষ্ঠিত হয় দেশটিতে৷
-
সমকামী বিয়ে বৈধ যে সব দেশে
কলম্বিয়া
২০১৬ সালে দেশটিতে সমকামী বিয়ে বৈধতা পায়৷
-
সমকামী বিয়ে বৈধ যে সব দেশে
আয়ারল্যান্ড
২০১৫ সালে গণভোটের মাধ্যমে সমকামী বিয়ে বৈধতা পায় এই দেশে৷
-
সমকামী বিয়ে বৈধ যে সব দেশে
যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে সমকামী বিয়ে বৈধ হয় ২০১৫ সালে৷
-
সমকামী বিয়ে বৈধ যে সব দেশে
স্কটল্যান্ড
২০১৪ সালে দেশটিতে সমকামী বিয়ে বৈধ হয়৷
-
সমকামী বিয়ে বৈধ যে সব দেশে
ফিনল্যান্ড
২০১৫ সালে দেশটিতে সমকামী বিয়ে বৈধ হয়৷
-
সমকামী বিয়ে বৈধ যে সব দেশে
লুক্সেমব্যর্গ
২০১৪ সালে এখানে সমকামী বিয়ে বৈধতা পায়৷
-
সমকামী বিয়ে বৈধ যে সব দেশে
গ্রিনল্যান্ড
২০১৫ সালে এখানে সমকামী বিয়ে বৈধতা পায়৷
-
সমকামী বিয়ে বৈধ যে সব দেশে
ফ্রান্স
২০১৩ সালে এখানে সমকামী বিয়ে বৈধতা পায়৷
-
সমকামী বিয়ে বৈধ যে সব দেশে
ইংল্যান্ড, ওয়ালস
২০১৩ সালে সমকামী বিয়ে বৈধতা পায় এখানে৷
-
সমকামী বিয়ে বৈধ যে সব দেশে
ব্রাজিল
২০১৩ সালে সমকামী বিয়ে বৈধতা পায়৷
-
সমকামী বিয়ে বৈধ যে সব দেশে
উরুগুয়ে
২০১৩ সালে সমকামী বিয়ে বৈধতা পায় এখানে৷
-
সমকামী বিয়ে বৈধ যে সব দেশে
ডেনমার্ক
২০১২ সালে এখানে সমকামী বিয়ে বৈধতা পায়৷
-
সমকামী বিয়ে বৈধ যে সব দেশে
আইসল্যান্ড
২০১০ সালে এখানে সমকামী বিয়ে বৈধতা পায়৷
-
সমকামী বিয়ে বৈধ যে সব দেশে
পর্তুগাল
২০১০ সালে এখানে সমকামী বিয়ে বৈধতা পায়৷
-
সমকামী বিয়ে বৈধ যে সব দেশে
আর্জেন্টিনা
২০১০ সালে এখানে সমকামী বিয়ে বৈধতা পায়৷
-
সমকামী বিয়ে বৈধ যে সব দেশে
সুইডেন
২০০৯ সালে এখানে সমকামী বিয়ে বৈধতা পায়৷
-
সমকামী বিয়ে বৈধ যে সব দেশে
নরওয়ে
২০০৮ সালে এখানে সমকামী বিয়ে বৈধতা পায়৷
-
সমকামী বিয়ে বৈধ যে সব দেশে
দক্ষিণ আফ্রিকা
২০০৬ সালে দেশটিতে সমকামী বিয়ে বৈধতা পায়৷
-
সমকামী বিয়ে বৈধ যে সব দেশে
স্পেন
২০০৫ সালে এখানে সমলিঙ্গের বিয়ে বৈধতা পায়৷
-
সমকামী বিয়ে বৈধ যে সব দেশে
নিউজিল্যান্ড
২০১৩ সালে এখানে সমলিঙ্গের বিয়ে বৈধতা পায়৷
-
সমকামী বিয়ে বৈধ যে সব দেশে
বেলজিয়াম
২০০৩ সালে এখানে সমলিঙ্গের বিয়ে বৈধতা পায়৷
-
সমকামী বিয়ে বৈধ যে সব দেশে
ক্যানাডা
২০০৫ সালে দেশটিতে সমকামী বিয়ে বৈধতা পায়৷
-
সমকামী বিয়ে বৈধ যে সব দেশে
অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ায় সমকামীদের বিয়ে বৈধতা পেয়েছে। ২০১৭ সালের ৭ ডিসেম্বর প্রতিনিধি পরিষদে এ-সংক্রান্ত বিল পাস হয়৷ এই প্রস্তাবের পক্ষে ১৪৬টি এবং বিপক্ষে পড়ে মাত্র ৪টি ভোট৷ এর আগে ১৫ই নভেম্বর অস্ট্রেলিয়ার ব্যুরো অফ স্ট্যাটিসটিকস বা এবিএস ঘোষণা করে যে, দেশটির জনগণ সমকামী বিয়ের পক্ষে ভোট দিয়েছিলেন৷ সমকামী বিয়ে বৈধতা আইনে গণভোটের পক্ষে ভোট দেন ৬১ দশমিক ৬ শতাংশ মানুষ৷
-
সমকামী বিয়ে বৈধ যে সব দেশে
অস্ট্রিয়া
২০১৭ সালে দেশটির সাংবিধানিক আদালত সমকামী বিয়ের অধিকারের পক্ষে রায় দেয়৷ ২০১৯ সাল থেকে তা কার্যকর হয়৷
-
সমকামী বিয়ে বৈধ যে সব দেশে
জার্মানি
২০১৭ সালের ৩০শে জুন জার্মানিতে সমকামী বিয়ে বৈধতা পায়৷ অর্থাৎ ইউরোপের ১৫তম দেশ হিসেবে জার্মানিতে সমকামী বিয়ে বৈধতা পেল৷ জার্মান পার্লামেন্টে এর পক্ষে ৩৯৩টি ভোট পড়ে আর বিপক্ষে পড়ে ২২৬টি ভোট৷ চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের রক্ষণশীল খ্রিষ্টীয় গণতন্ত্রী পার্টি সমকামী বিয়ের বিপক্ষে থাকলেও, সংসদীয় নির্বাচনের ক’মাস আগে হঠাৎ করেই ম্যার্কেল ঘোষণা করেন যে, এ বিষয়ে ভোটাভুটি হবে৷
-
সমকামী বিয়ে বৈধ যে সব দেশে
মাল্টা
২০১৭ সালের জুলাই মাসে মাল্টায় সমকামী বিয়ে বৈধতা পায়, যদিও এর বিরোধিতা করেছিল ক্যাথলিক চার্চ৷
-
সমকামী বিয়ে বৈধ যে সব দেশে
বলিভিয়া
২০০৯ সালে সংবিধান সংশোধন করে সমকামী বিয়ের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল বলিভিয়া৷ কিন্তু ২০১৬ সালে তারা ট্রান্সজেন্ডারদের নানারকম অধিকার দেয়াকে সমর্থন করে৷ দুই বছরের আইনী লড়াইয়ের পর ২০২০ সালে দেশটিতে এক সমকামী যুগল বিয়ের স্বীকৃতি পায়৷
-
সমকামী বিয়ে বৈধ যে সব দেশে
তাইওয়ান
এশিয়ার প্রথম দেশ হিসেবে তাইওয়ানের সংসদ শুক্রবার (১৭ মে, ২০১৯) সমকামী বিয়েকে আইনগত বৈধতা দিয়ে একটি বিল পাস করেছে৷ ফলে সে দেশের সমকামীরা এখন তাঁদের বিয়ে নিবন্ধন করতে পারবেন৷
লেখক: অমৃতা পারভেজ
ওই দুই তরুণী জানিয়েছেন, পুলিশ যখন তাদের কথা শুনতে রাজি হয়নি, তখন কার্যত ভেঙে পড়েছিলেন তারা। তখনই কলকাতা হাইকোর্টের আইনজীবী অঙ্কন বিশ্বাস এগিয়ে আসেন। তিনিই কলকাতা হাইকোর্টে মামলা করেন। সোমবার মামলাটি বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে ওঠে। বিচারপতি জানান, ”আইন ওই সমকামী যুগলের ব্যক্তিগত সিদ্ধান্তের পরিপন্থী নয়। আইন কখনোই তাদের জীবনে বাধা হয়ে দাঁড়াতে পারে না।” ওই দুই তরুণীর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন বিচারপতি। শুধু তাই নয়, বিচারপতি নির্দেশ দিয়েছেন, ওই দুই তরুণীর জীবনে কোনোরকম বাধা সৃষ্টি করতে পারবে না তাদের পরিবারও।
আদালতের রায় শুনে আইনজীবী অঙ্কনের প্রতিক্রিয়া, ”ওরা যে একজন আরেকজনকে ভালোবেসে অন্যায় করেননি আদালতের নির্দেশে তা স্পষ্ট হয়ে গেল। সমাজও এর থেকে শিক্ষা পাবে।”
এলজিবিটিকিউ নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন হচ্ছে ভারতে। পশ্চিমবঙ্গেও এলজিবিটিকিউ কমিউনিটি যথেষ্ট শক্তিশালী। নানাধরনের অনুষ্ঠান করে তারা। আন্দোলনে অংশ নেয়। সোমবার আদালতের রায়কে তারাও স্বাগত জানিয়েছে।
এসজি/জিএইচ (আনন্দবাজার)
Source: https://www.dw.com/bn/%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%97%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%87%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F/a-58963817