স্পোর্টস ডেস্ক
করোনাভাইরাসের প্রকোপে ১৪তম আইপিএল থেমে গিয়েছিল মাঝপথেই। সবকিছু ঠিক থাকলে স্থগিত টুর্নামেন্টটি আবারও মাঠে গড়াচ্ছে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। অর্থাৎ মাসখানেকও সময় বাকি নেই, আইপিএলের ডামাডোল বাজতে শুরু করেছে। বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে দলগুলো। কলকাতা নাইট রাইডার্স যেমন সাকিব আল হাসানের একটি অনুশীলন ভিডিও পোস্ট করে ক্যাপশন দিয়েছে, ‘দৌড়াও, বাঘ আসছে!’
বিজ্ঞাপন
সোমবার (২৩ আগস্ট) বিকেলে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডারের অনুশীলন ভিডিও পোস্ট করেছে কলকাতা। ভিডিওতে দেখা যাচ্ছে, নেটে বোলিং এবং ব্যাটিং অনুশীলন করছেন সাকিব। চার ঘণ্টায় ৩৩ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে পোস্টটিতে। কমেন্ট পড়েছে দুই হাজারের বেশি, শেয়ার হয়েছে সাড়ে তিনশ মতো।
নিষেধাজ্ঞার কারণে গত আইপিএলে খেলতে পারেননি সাকিব। এবার ৩ কোটি ২০ লাখ রুপিতে তাকে ফেরায় কলকাতা। অবশ্য স্থগিত হওয়ার আগে সেভাবে আলো ছড়াতে পারেননি বাংলাদেশি তারকা। কলকাতার প্রথম তিনটি ম্যাচ খেলে দুই উইকেট নিয়ে ব্যাট হাতে রান করেছিলেন ৩৮টি।
বিজ্ঞাপন
পরে একাদশ থেকে বাদ পড়েন। সাকিবের জায়গায় কলকাতার পরের চারটা ম্যাচ খেলেন ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন। তারপরই করোনার হানায় স্থগিত হয়ে যায় আইপিএল।
সাকিবের সাম্প্রতি সময়ে অবশ্য দারুণ ফর্মে আছেন। জিম্বাবুয়ে সিরিজে ব্যাট-বলে দুর্দান্ত পারফর্ম করার পর দেশের মাটিতে অস্ট্রেলিয়া সিরিজেও অব্যাহত ছিল সেই ধারা। সিরিজ সেরাই নির্বাচিত হয়েছিলেন তারকা ক্রিকেটার।
বিজ্ঞাপন
আইপিএলেও নিশ্চয় এই ধারাটা অব্যাহত রাখতে চাইবেন সাকিব। আইপিএলের পরপরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফলে আইপিএলে ভালো করার তাড়না থাকবেই।
সারাবাংলা/এসএইচএস
Source: https://sarabangla.net/post/sb-586557/