Kolkata: ভোট পরবর্তী অশান্তি মামলায় CBI তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের – Zee ২৪ ঘণ্টা

কলকাতা নিউজ

নিজস্ব প্রতিবেদন: ‘ভোট পরবর্তী অশান্তি’ মামলায় CBI তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে সিট গঠনের নির্দেশ। খুন, ধর্ষণ, গুরুতর অপরাধের ক্ষেত্রে তদন্তে সিবিআই। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করবে সিট। নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। ছ’সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ। 

জানা গিয়েছে কলকাতার পুলিস কমিশনার সৌমেন মিত্র, সুমন বালা সাহু, রণবীর কুমার, ৩ আইপিএসকে নিয়ে সিট গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে কাজ করবে ওই সিট। বৃহস্পতিবার রায়দানের সময় বিচারপতি জানান, ” আর কোনও অভিযোগ থাকলে ডিভিশন বেঞ্চে জানাতে হবে। নতুন ডিভিশন বেঞ্চ গঠন করা হবে। রাজ্য সরকারকে শীঘ্রই ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।” 

এই রায় নিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, “হাইকোর্টের রায়কে স্বাগত। এটাই আমরা চেয়েছিলাম। এটাই বাংলার বাস্তব পরিস্থিতি। ভারতের আদালতের উপর বিশ্বাস রয়েছে। যাঁরা দোষী, তাঁরা শাস্তি পাবে। পুলিসের সামনে গাড়ি ভেঙেছে, আমাদের মেরেছে, বাড়ি জ্বালিয়ে দিয়েছে। কোর্ট একে মান্যতা দিয়েছে।”   

আরও বিস্তারিত আসছে…

Source: https://zeenews.india.com/bengali/kolkata/kolkata-cbi-will-probe-post-poll-violance-case-kolkata-high-court-verdict_399183.html