ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কলকাতা, সংক্রমণ কমছে, বিধিনিষেধ আরো শিথিল – mzamin.com

কলকাতা নিউজ

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা সংক্রমণের ঘটনা ৫০২ টি। মৃত্যু মাত্র ৯ টি। সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে কলকাতা আবার স্বাভাবিক ছন্দে ফিরতে আরম্ভ করেছে। নাইট কারফিউ রাত ১১ টা থেকে ভোর ৫ টা হওয়ায় রেস্তোরাঁ, বার, শপিং মল, দোকান সোমবার থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত খোলা থাকছে। সোমবারই নবান্ন জানিয়েছে, আজ মঙ্গলবার থেকে খুলে দেয়া হল বিনোদন পার্ক ও মিউজিয়ামগুলি। ৫০ শতাংশের প্রবেশাধিকার থাকবে। সিনেমা হল, থিয়েটার খুলে গেছে। আজ থেকে শুরু হচ্ছে কলকাতার প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ। বাজার দোকানও খোলা। অর্থাৎ কলকাতা ফিরে যাচ্ছে সেই চেনা ছন্দে। শুধু, লোকাল ট্রেন চলছে না। স্কুল কলেজ বন্ধ। ৩১ আগস্টের পর লোকাল ট্রেন চলবে এমন ইঙ্গিত মিলেছে। পুজোর ছুটির পর স্কুল কলেজ। শুধু একটাই ভ্রুকুটি- থার্ড ওয়েভের। তবে, রাজ্য স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, বাংলা প্রস্তুত আছে তৃতীয় ঢেউ এর জন্য। হাসপাতালে হাসপাতালে কোভিড বেড সংরক্ষিত রাখা হয়েছে। শিশুদের জন্যে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

Source: https://m.mzamin.com/article.php?mzamin=288673