জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
কলকাতা কথকতা (১ ঘন্টা আগে) আগস্ট ১৭, ২০২১, মঙ্গলবার, ৯:৪১ পূর্বাহ্ন
অনন্যা সম্মান পেল কলকাতা বিশ্ববিদ্যালয়। একাডেমিক র্যাঙ্কিং অফ দ্য ওয়ার্ল্ড উনিভার্সিটিস এর বিচারে ভারতে দ্বিতীয় স্থান পেয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। প্রথম স্থান দখল করেছে আই এস সি, বেঙ্গালুরু। কলকাতার পরেই তৃতীয় স্থানে আছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি। চতুর্থ ও পঞ্চম স্থান যথাক্রমে আই আই টি দিল্লি ও আই আই টি খড়গপুরের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সম্মান প্রাপ্তিতে আপ্লুত। বলেছেন, রাজ্যে যে পঠন পাঠনের পরিকাঠামো আছে এটি তারই প্রমান। র্যাঙ্কিংয়ে সারা বিশ্বের মধ্যে প্রথম হয়েছে হাভার্ড বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় স্থানে আছে স্ট্যানফোর্ড। তৃতীয় স্থানটি পেয়েছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। রাঙ্কিং দেওয়া হয় পঠন পাঠনের ব্যবস্থা, পরিকাঠামো, শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক এই সব বিষয় বিবেচনা করে।
পাঠকের মতামত
**মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।
Source: https://www.mzamin.com/article.php?mzamin=288663