West Bengal
oi-Sanjay Ghoshal
তৃণমূল সরকার স্বাস্থ্যসাথী কার্ড সবার জন্য চালু করেছিল ২০২১-এর নির্বাচনের আগে। তা হাতে হাতে মিলেছিল রাজ্যবাসীর। এখনও যাঁরা স্বাস্থ্যসাথী কার্ড পাননি তাঁদের জন্য দুয়ারে সরকার শুরু হচ্ছে ১৬ অগাস্ট থেকে। এরই মধ্যে কলকাতার জন্য চমকপ্রদ এক সিদ্ধান্ত নিল পুরসভা। এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ড মিলবে সারা বছরই।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে বছরে দুবার দুয়ারে সরকার করার কথা ঘোষণা করেছিল। এবার কলকাতা পুরসভা উদ্যোগ নিল, সারা বছর যে কোনও সময় কলকাতার নাগরিকরা স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করতে পারবেন। এর আগে কলকাতার নাগরিকদের পরিষেবা দিতে আধার তৈরি ও সংশোধন কেন্দ্র তৈরি করেছিল পুরসভা।
কলকাতা পুরসভার পক্ষ থেকে মুখ্য পুর প্রশাসক ফিরহাদ হাকিম জানা, ২০ অগাস থেকে সারা বছর স্বাস্থ্যসাথী কার্ড বানানোর জন্য দুটি সেন্টার চালু হবে। কলকাতা পুরসভা লাগোন রক্সি সিনেমার দোতলায় এই দুটি সেন্টার তৈরি করা হচ্ছে। এখানে আধারের পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ডও তৈরি করা যাবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।
তিনি জানান, সপ্তাহে ছ-দিন ওই দুই সেন্টার থেকে আধার কার্ড ও স্বাস্থ্যসাথী কার্ড তৈরি ও সংশোধন করা হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো দুয়ারে সরকার-এ স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করা যাবে। কিন্তু দুয়ারে সরকারের পরবর্তী সময়ে সারা বছরই ওই দুই কেন্দ্রে কার্ড তৈতির ও সংশোধনের কাজ হবে।
আধার কার্ড হোক বা স্বাস্থ্যসাথী কার্ড- অনেকের নামের বানানে বা ঠিকানায় ভুল রয়েছে। সেগুলি সংশোধন করা জরুরি। তাই কলকাতা পুরসভার উদ্যোগে আধার কার্ড ও স্বাস্থ্যসাথী কার্ডে সংশোধন করা যাবে। এক বছর আগে থেকে এই সংশোধনের কাজ চলছে পুরভবনে। এবার নতুন কেন্দ্র করে স্বাস্থ্যসাথী কার্ড তৈরি ও সংশোধন করার উদ্যোগ গ্রহণ করল কলকাতা পুরসভা।
হগ মার্কেটের চার তলায় কলকাতা পুরসভার কর্মীরা স্বাস্থ্যসাথী কার্ডের কাজ করে চলেছেন পুরসভার কর্মীরা। এবার সেই সেন্টার মূলত স্থানান্তরিত হয়ে যাচ্ছে রক্সি সিনেমার দোতলায়। কলকাতা পুরসভা এই উদ্যোগ নিয়েছে আগে থেকেই। কারণ আধার কার্ড সংশোধন ও তৈরি নিয়ে মানুষ বিব্রত। কলকাতার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও পোস্ট অফিসে এই কার্ড তৈরি ও সংশোধনের ব্যবস্থা থাকলেও তা অধিকাংশ সাধারণ মানুষের পক্ষে খুঁজে পাওয়া সম্ভব হচ্ছে না। তাই মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। এবার তা স্বাস্থ্যসাথী কার্ডের পক্ষেও সহায়ক হয়ে উঠল।
English summary
Swasthya Sathi card will be made whole year due to initiative of Kolkata Municipal Corporation.
Story first published: Saturday, August 14, 2021, 23:56 [IST]
Source: https://bengali.oneindia.com/news/west-bengal/swasthya-sathi-card-will-be-made-whole-year-due-to-initiative-of-kolkata-municipal-corporation-141976.html