বুধবার থেকে বন্ধ শহরের সব কোভিশিল্ড সেন্টার, ঘোষণা করল কলকাতা পুরসভা – খবর অনলাইন

কলকাতা নিউজ

খবরঅনলাইন ডেস্ক: জোগান নেই। সে কারণে বুধবার থেকে বন্ধ থাকছে শহরের কোভিশিল্ড কেন্দ্রগুলি। লিখিত বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কলকাতা পুরসভা। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোভিশিল্ড কেন্দ্রগুলি বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে।

তবে কোভ্যাক্সিনের জোগানে কোনো ঘাটতি নেই, তাই যেখানে যেখানে কোভ্যাক্সিন দেওয়া হচ্ছে, সেখানে আগের মতোই টিকা মিলবে।

Loading videos…

image

এর আগে, মঙ্গলবার থেকেই কোভিশিল্ড সেন্টার বন্ধ রাখার কথা জানিয়েছিল কলকাতা পুরসভা। কিন্তু সোমবার রাতে প্রায় ৩০ হাজার টিকা এসে পৌঁছোয়। তাতে সিদ্ধান্ত বদলে মঙ্গলবার পর্যন্ত কোভিশিল্ড কেন্দ্রগুলি খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, জোগানের অভাবে গত কয়েক দিন ধরেই শহরে নাকাল হচ্ছেন বহু মানুষ। এর জেরে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে, কোথাও হাঁটাহাঁটি হওয়ার উপক্রম হচ্ছে। এর জেরে কোভিডবিধিও শিকেয় উঠছে।

গোটা পরিস্থিতির জন্য কেন্দ্রকেই দায়ী করেছে কলকাতা পুরসভা। শুরু থেকেই পশ্চিমবঙ্গে টিকার জোগান কম বলে অভিযোগ উঠে আসছিল। এ নিয়ে একাধিক বার কেন্দ্রের কাছে আর্জিও জানিয়েছে রাজ্য সরকার। এমনকি কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীও আলাদা করে জোগান বাড়ানোর জন্য কেন্দ্রকে চিঠি লেখেন।

আরও পড়তে পারেন

মুসলিম বিদ্বেষী মন্তব্যের জের, বিজেপি নেতা-সহ ৬ জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ

Source: https://www.khaboronline.com/news/state/covishield-centre-in-kmc-area-to-be-clossed-untill-further-notice/