কলকাতা: করোনার প্রথম ঢেউ হোক, কিংবা দ্বিতীয় ৷ সবচেয়ে বেশি প্রভাব যে জিনিসগুলির মধ্যে পড়েছে, তার মধ্যে অন্যতম হল বিমানযাত্রা ৷ প্রায় দু’বছর হতে চলল, করোনার জেরে দেশে এখনও স্বাভাবিক নয় বিমানযাত্রা ৷ ইন্টারন্যাশনাল ফ্লাইট তো প্রায় বন্ধই বলা চলে ৷ এ বছর শুরুর দিকে বিমান পরিষেবা কিছুটা স্বাভাবিক হলেও করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সব আবার বন্ধ হয়ে যায় ৷
বিমানযাত্রার সময়ে কোভিড পরীক্ষার নেগেটিভ রিপোর্ট সঙ্গে থাকাটা বাধ্যতামূলক হওয়া, কিংবা বিভিন্ন রাজ্যে লকডাউন-করোনা বিধিনিষেধ লাগু হওয়াতে অধিকাংশ মানুষই এতদিন যাত্রা না করারই পক্ষপাতি ছিলেন ৷ খুব প্রয়োজন ছাড়া কেউই কোথাও যাননি ৷ তবে পরিস্থিতির উন্নতি হতে শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই দেশের বিভিন্ন শহরে বিমান সংখ্যাও বেড়েছে ৷ এখন দেশের মধ্যে খুব কম শহরে যাওয়ার জন্যই প্রয়োজন হচ্ছে কোভিড নেগেটিভ রিপোর্ট ৷ তাই বিমানযাত্রীর সংখ্যাও গত এক মাসে হু হু করে বেড়েছে ৷
কলকাতা বিমানববন্দরে গত এক মাসে প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে যাত্রী সংখ্যা ৷ কারণ যাত্রী সংখ্যা এরই মধ্যে ১৯,৬৫৮ থেকে বেড়ে হয়েছে ৩৬,০৭৯ ৷ এই সংখ্যা আগামী কয়েকদিনে আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে ৷ ডোমেস্টিক রুটে বিমান চলাচলও এখন ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬৫ শতাংশ করা হয়েছে ৷ কলকাতা বিমানবন্দরে গত ২ অগাস্ট, এযাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় যাত্রী বিমানে ওঠানামা করেছেন ৷ যা বিমানসংস্থাগুলির জন্য অবশ্যই ভাল খবর ৷
Published by:Siddhartha Sarkar
First published:
Source: https://bengali.news18.com/news/kolkata/kolkata-airport-flyer-count-almost-doubles-in-a-month-ss-637720.html