নিম্নচাপ কেটে গিয়েছে। তার পরেও বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কারণ, বঙ্গোপসাগরের উপরে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। তার জেরেই আগামী ২৪ ঘণ্টা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।
শনিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। আলিপুর জানিয়েছে, শনিবার সারাদিনই মেঘলা আবহাওয়া থাকবে। বজ্রগর্ভ মেঘের প্রভাবে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। কলকাতা ছাড়া হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও বর্ধমানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। তবে সব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। রবিবার থেকে বৃষ্টি কমবে বলেই জানিয়েছে আলিপুর।
Source: https://www.anandabazar.com/west-bengal/possibility-of-rain-in-kolkata-and-other-districts-on-saturday-also-dgtl/cid/1295804