প্রবল বৃষ্টির জেরে কলকাতায় ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, লালবাজার, মুক্তারামবাবু স্ট্রিট, এমজি রোড, গণেশ চন্দ্র এভিনিউ, সেন্ট্রাল এভিনিউ, মানিকতলা, আমহার্স্ট স্ট্রিট, ট্যাংরা, খিদিরপুর, আলিপুর, ও বেহালার বেশ কিছু অংশে জলমগ্ন হয়ে রয়েছে। এদিকে আজ ও আগামিকাল কলকাতায় বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
Source: https://bengali.news18.com/photogallery/kolkata/kolkata-waterlogged-kmc-operating-450-pumps-to-get-rid-of-waterlogged-situation-sanj-634848.html