বৃহস্পতিবার চট্টগ্রাম
শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে কলকাতা রুটে ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিমানবন্দরের
ম্যানেজার উইং বমান্ডার ফরহাদ হোসেন খান।
এসময় স্পাইস জেটের মহাব্যবস্থাপক
তোফায়েল ইবনে সোলায়মান, ব্যবস্থাপক (বিপণন) জাহিদুল হাসান এবং চট্টগ্রাম অফিসের প্রধান
আসিফ চৌধুরী উপস্থিত ছিলেন।
করোনাভাইরাস মহামারীর কারণে
সাত মাস বন্ধ থাকার পর এয়ার বাবল চুক্তিতে ভারতের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল সম্প্রতি
শুরু হয়েছে।
ঢাকা থেকে কলকাতাসহ ভারতের
বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা করলেও স্পাইস জেট চট্টগ্রাম থেকে কলকাতা রুটে প্রথমবারের
মতো ফ্লাইট চালু করল।
আসিফ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, সপ্তাহের শনি, রবি, মঙ্গল ও বৃহস্পতিবারে তাদের ফ্লাইট বাংলাদেশ সময় বেলা
সাড়ে ১২টায় ছেড়ে কলকাতা পৌঁছাবে বেলা সোয়া ১টায়।
একইদিন কলকাতা থেকেও ভারতীয়
সময় ১০টা ০৫ মিনিটে ছেড়ে বাংলাদেশ সময় বেলা পৌনে ১২টায় স্পাইস জেটের ফ্রাইট চট্টগ্রাম
পৌঁছাবে।
আসিফ চৌধুরী বলেন, ৭৮ আসনের
ড্যাশ কিউ-৪০০ উড়োজাহাজ দিয়ে এই ফ্লাইট পরিচালনা করবেন তারা।
স্পাইস জেটের ফ্লাইটে চট্টগ্রাম
থেকে কলকাতা হয়ে ভারতের দিল্লি, চেন্নাই, ব্যাঙ্গালোরও যাওয়া যাবে বলে জানান তিনি।
Source: https://bangla.bdnews24.com/ctg/article1823478.bdnews