দীর্ঘ মেট্রো ৭ মাস পর মেট্রো খুলতেই না খুলতেই গেরো। আবারও আত্মহত্যার চেষ্টা এক যাত্রীর। যার জেরে ব্যাহত হল মেট্রো পরিষেবা। একে লোকাল ট্রেন এখনও শুরু হয়নি। তার উপর মেট্রোয় এই ঘটনায় চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা।
আরও পড়ুন, ‘ভেড়ির ঘরে কে’- জিগোতেই ছুটে এল ঝাঁকে ঝাঁকে গুলি, জীবনতলা শ্যুট আউটে বিজেপি-কে কাঠগড়ায় তুলল তৃণমূল
ফের আত্মহত্যার চেষ্টা কলকাতা মেট্রোতে। মঙ্গলবার দুপুরে কলকাতা মেট্রো রেলের এসপ্ল্যানেড মেট্রো স্টেশন আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রা। মেট্রো স্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এরপর তৃতীয় লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পরিষেবা বন্ধ করে দেওয়া। ফলে বিভিন্ন স্টেশনে থমকে যায় মেট্রো। পরবর্তীতে মেট্রো আধিকারিকদের জানিয়েছেন, ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়েছে।
আরও পড়ুন, রক্ষকই ভক্ষক, পাচার কাণ্ডে প্রাক্তন পুলিশ সুপারিনটেন্ড-ডেপুটি কমিশনারকে গ্রেফতার করল CBI
একদিকে মেট্রো সংখ্যা কম অন্যদিকে ই-পাস ব্যবহার করে যাতায়াত করতে হচ্ছে মেট্রোতে। সেই পরিস্থিতিতে এই ভাবে আত্মহত্যার ঘটনায় স্বভাবতই ক্ষুব্ধ মেট্রো যাত্রীরা। এত কড়া নিরাপত্তা থাকা সত্বেও কেন ফের এমনটা হল, খতিয়ে দেখছে রেল মেট্রোর কর্মীরা। প্রায় ঘণ্টাখানেকের মাথায় মেট্রো চলাচল ফের শুরু হয়।
আরও পড়ুন, আজ নবান্নে মমতা- বিনয় তামাংদের বৈঠক, জট কাটিয়ে হবে কি জোট
Source: https://bangla.asianetnews.com/kolkata/passenger-attempts-suicide-in-kolkata-metro-rtb-qj7lo7