বাংলাদেশ লিগের সর্বোচ্চ গোলদাতা এখন কলকাতা মোহামেডানে – Bangla Tribune

কলকাতা নিউজ

প্রথমবার ঢাকায় এসেই ঘরোয়া ফুটবলে আলো ছড়িয়েছেন নাইজেরিয়ান স্ট্রাইকার রাফায়েল ওদোয়িন। ২০১৭ সালে শেখ জামালের হয়ে প্রিমিয়ার লিগে ১৭ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। পরের বছরেও ছিল একই ধারাবাহিকতা। তবে দল-বদলে সেবার খেলেছিলেন শেখ রাসেলে, করেছেন ২২ গোল। এবার অবশ্য তার ছন্দে বাধা হয়ে দাঁড়িয়েছিল করোনা পরিস্থিতি। লিগ পরিত্যক্ত হলেও করতে পেরেছেন ২ গোল। আগামীতে অবশ্য তাকে আর দেখা যাচ্ছে না বাংলাদেশের ঘরোয়া ফুটবলে! আগের দুই মৌসুমের সর্বোচ্চ গোলদাতাকে এবার দলে ভিড়িয়েছে ভারতের আই- লিগের দল কলকাতা মোহামেডান।

রাফায়েল তিন মৌসুম বাংলাদেশের ক্লাব ফুটবলে খেললেও বলতে গেলে অনেকটা প্রচারের বাইরেই ছিলেন। তার পরেও কলকাতা মোহামেডান ভালো দল গড়তে পাখির নজর করে রেখেছিল তার দিকে। রাফায়েলের পরবর্তী ঠিকানা এখন সেখানেই। এমন তথ্য নিশ্চিত করেছে গোল ডট কম।

তার পুরনো ক্লাব শেখ রাসেলের ডিরেক্টর (স্পোর্টস) সালেহ জামান সেলিমও নিশ্চিত করেছেন আসছে মৌসুমে রাফায়েলকে রাখা যাচ্ছে না। বাংলা ট্রিবিউনকে  এই কর্মকর্তা বলেছেন, ‘আমরা এবার নতুন চার বিদেশি খেলোয়াড় নেবো। রাফায়েলসহ আগের কাউকেই রাখা হচ্ছে না, এটা নিশ্চিত।’

রাফায়েলও সংবাদ মাধ্যমের কাছে নিশ্চিত করেছেন, তার পরবর্তী ঠিকানা কলকাতা মোহামেডানই, ‘হ্যাঁ, আমি কলকাতা মোহামেডানে আগামী মৌসুমের জন্য যোগ দিতে যাচ্ছি।’

Source: https://www.banglatribune.com/sport/news/650118/%E0%A6%98%E0%A6%B0%E0%A7%8B%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%AB%E0%A7%81%E0%A6%9F%E0%A6%AC%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9A-%E0%A6%97%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%8F%E0%A6%96%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE