কদিন ধরেই ভারতের গণমাধ্যমের খবর, সাইফ স্পোর্টিংকে বিদায় বলে কলকাতা মোহামেডানে যোগ দিচ্ছেন জামাল, সবকিছু হয়ে গেছে পাকাপাকি। শুক্রবার জাতীয় দলের সঙ্গে অনুশীলনের ফাঁকে জামাল
জানালেন, এমন কোনো প্রস্তাব তিনি পাননি।
“এটা গুজব। আমি কোনো চুক্তির বিষয়ে জানি
না। কোনো চুক্তির প্রস্তাবও নাই। কোনো চুক্তির প্রস্তাব পেলে বলব।”
আগামী ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয়
স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ উপলক্ষে গত শনিবার
থেকে শুরু হয়েছে অনুশীলন। জামাল শুক্রবার প্রথম জাতীয় দলের সতীর্থদের সঙ্গে অনুশীলন
করলেন। জানালেন ফেরাটা জয়ে রাঙিয়ে রাখার প্রত্যয়।
“আমরা আমাদের সর্বোচ্চটুকু দিতে চাই।
আশা করি ম্যাচ দুটি জিতব। (এসএ গেমসে নেপালের কাছে হার) ওটা অনূর্ধ্ব-২৩ দলের ম্যাচ
ছিল….এ দুইটা ম্যাচ ভালো করতে হবে। না হলে মানুষ, মিডিয়া বলবে …জাতীয় দল পারফরম করতে পারে না। সবাই বিষয়টা
জানে।”
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত মার্চে
খেলা বন্ধ হওয়ার পর জামাল ফিরেছিলেন ডেনমার্কে। ফিটনেস ধরে রাখতে ঘাম ঝরিয়েছেন নিজের
মতো করে। তবে ব্যক্তিগত ও দলীয় প্রস্তুতি যে এক নয়, তা তিনিও বললেন।
“ফিটনেস শতভাগ নেই। এক সপ্তাহ বা আরেকটু
বেশি সময় লাগবে। অনুশীলনে ফিরে ভালো লাগছে কিন্তু গরম লাগছে। ডেনমার্কে ১০ ডিগ্রি সেলসিয়াস
তাপমাত্রা…শীত আছে। ব্যক্তিগত অনুশীলন আর দলীয় অনুশীলন আলাদা। ব্যক্তিগত
অনুশীলন রানিং, জিম, ফিটনেস এই সব। দলের
সঙ্গে অনুশীলন করলেন টিম কম্বিনেশন…এগুলো আলাদা।”
করোনাভাইরাসের থাবায় ২০২২ কাতার বিশ্বকাপের
এশিয়া অঞ্চলের বাছাই এ বছর হবে না। সামনের বছরে কাতার ম্যাচ দিয়ে শুরু হতে পারে বাংলাদেশের
বাকি খেলাগুলো। নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ তাই জামালের কাছেও সামনের প্রস্তুতির
মঞ্চ।
“সামনে তো শুনলাম কাতার ম্যাচ। এই দুইটা
ম্যাচ প্রস্তুতির জন্য ভালো। এর আগে আমরা ভুটানের সঙ্গে খেলেছি এবং পরে কাতার ও ভারতের
বিপক্ষে ভালো পারফর্ম করেছি।”
Source: https://bangla.bdnews24.com/sport/article1821040.bdnews