জল্পনা শুরু হয়েছিল আগে থেকেই৷
#কলকাতা: দুর্গাপুজোর জমজমাটের পর ফের ফিরছে লকডাউন? এমন একটা জল্পনা শুরু হয়েছিল আগে থেকেই৷ উৎসবের মরসুমে যে যে রাজ্যগুলির পরিস্থিতি স্বাস্থমন্ত্রকের কাছে চিন্তার কারণ হিসেবে দাঁড়িয়েছিল, তার মধ্যে ছিল পশ্চিমবঙ্গের নামও৷ দুর্গাপুজোয় হাইকোর্টের রায়ের ফলে সব পুজো মন্ডপে ঝুলেছিল নো এন্ট্রি বোর্ড৷ ফলে এ বছর করোনা পরিস্থিতিতে প্যান্ডেলে ঘোরা আর হয়নি উৎসব প্রিয় বাঙালির৷ কিন্তু বেশকিছু জায়গার ভিড় দেখা গিয়েছে৷ বিশেষ করে রেস্তোরাঁ বা পাড়ার পুজোতে৷ এবার দুর্গাপুজো কেটে গিয়ে লক্ষ্মীর আরাধনার জন্য ঘরে ঘরে তৈরি হচ্ছেন বাঙালিরা৷ তাই দুর্গা প্রতিমা বিসর্জনের সঙ্গে শেষ হয়নি উৎসবের আমেজ৷ যে কারণে রাস্তাঘাটে কিছুটা হলেও বাড়তে পারে ভিড় এবং সেখান থেকে ছড়াতে পারে করোনার সংক্রমণ৷ এমন আশঙ্কা করা হচ্ছে৷ তাহলে কী ফের লকডাউনের জল্পনাই সত্যি হবে? এমন ভাবনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি মেসেজ ভীষণভাবে ভাইরাল হয়েছে, যাতে লেখা যে বৃহস্পতিবার থেকে আরও একবার ৪৮ ঘণ্টার লকডাউনের পথে হাঁটবে রাজ্য৷ এই নিয়ে শুরু হয় বিভ্রান্তি৷ শেষ পর্যন্ত কলকাতা পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে এই বার্তা ফেক অর্থাৎ ভুয়ো৷ শুধুমাত্র বিভ্রান্তি ছড়ানোর জন্যই এই বার্তাটি ভাইরাল করা হয়েছে৷ এর কোনও যুক্তি নেই এবং এই বার্তাটির সমর্থনেও কোনও সরকারি নথি নেই৷ অতএব এটিকে বিশ্বাস করার কোনও প্রয়োজন নেই৷
#FakeNewsAlert
This is an old article which is being circulated in social media as latest news to create panic . Legal action is being initiated for spreading fake news. pic.twitter.com/htlnDqSbH0— Kolkata Police (@KolkataPolice) October 27, 2020
সরাসরি নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে কলকাতা পুলিশ জানিয়ে দেয় যে এধরনের লকডাউনের খবর একেবারে গুজব৷ সোশ্যাল মিডিয়ায় যে মেসেজটি ভাইরাল হচ্ছে তা নিয়ে অযথা মানুষের মধ্যে ভীতি বাড়ছে এবং সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন৷ এমন ভুয়ো খবর সম্প্রচার করলে বা এই ধরনের ভুয়ো মেসেজ ছড়ালে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে কলকাতা পুলিশ৷ এটি একটি পুরনো মেসেজ যা নতুন করে ছড়িয়ে দিয়ে মানুষের মনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে৷ সাফ জানিয়েছে কলকাতা পুলিশ৷ জানানো হয়েছে যে এই মেসেজে উল্লেখ করা কন্টেইনমেন্ট জোনের সঙ্গে রাজ্যের দেওয়া তালিকার কোনও মিল নেই৷
গত ২৪ ঘণ্টায় রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৭১১১জন৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯২৪জন৷ করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৬৬৬৪ জন৷ এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৩, ৬১, ৭০৩জন যার মধ্যে মোট সুস্থ হয়েছে উঠেছেন ৩,১৭, ৯২৮ (+৩৯২৫) জন৷
পুরো খবর পড়ুন
Source: https://bengali.news18.com/news/kolkata/kolkata-police-fact-checked-latest-lockdown-in-kolkata-viral-post-declared-it-as-fake-so-no-more-lockdown-in-bengal-pbd-519533.html