এই সময় ডিজিটাল ডেস্ক: শেষ হাসিটা হাসলেন দীনেশ কার্তিকই। আবু ধাবিতে চেন্নাইয়ের কানের পাশ দিয়ে ম্যাচ বের করে দিল কলকাতা নাইট রাইডার্স। এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৬৭ রান করে কলকাতা। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৫৭ রান তোলে চেন্নাই সুপার কিংস। ১০ রানে কলকাতার কাছে হারতে হল ধোনিবাহিনীকে।
– ম্যাচ শেষ। চেন্নাই সুপার কিংসকে ১০ উইকেটে হারাল কলকাতা।
– ১৮ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে ১৩৭ রান করল চেন্নাই সুপার কিংস।
– ১১ বলে ১৭ রানে আউট হয়ে গেলেন স্যাম কারান।
– ব্যর্থ মাহি! ১২ বলে ১১ রান করে বরুণ চক্রবর্তীর বলে আউট হয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনি।
– ৪০ বলে ৫০ রান করে সুনীল নারিনের বলে আউট হয়ে গেলেন শেন ওয়াটসন।
– অর্ধশতরান করলেন শেন ওয়াটসন।
– ৩০ রানে নাগারকোটির বলে আউট হয়ে গেলেন অম্বাতি রায়ডু।
– ৬ ওভারে চেন্নাইয়ের স্কোর ৫৪। ২৬ রানে খেলছেন ওয়াটু, অম্বাতি রায়ডু ৯ রানে ক্রিজে।
– ৪ ওভার ২ বলে ১ উইকেট হারিয়ে চেন্নাই সুপার কিংসের স্কোর ৩৩।
– ১০ বলে ১৭ রান করে শিবম মাভির বলে আউট হয়ে গেলেন ফাফ দু’প্লেসি।
– ব্যাট করতে নামল চেন্নাই।
– ২০ ওভার ব্যাটিং করে ১৬৭ রানেই অলআউট কলকাতা নাইট রাইডার্স।
– আবারও সুপার ফ্লপ দীনেশ কার্তিক। ১১ বলে ১২ রান করে স্যাম কারানের বলে আউট হয়ে গেলেন।
– ১৭ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে কলকাতার স্কোর ১৪২।
– অনবদ্য ব্যাটিং রাহুল ত্রিপাঠির। ৫১ বলে ৮১ রান করে ব্রাভোর বলে আউট হয়ে গেলেন।
– মাত্র ২ রানেই আউট হয়ে গেলেন আন্দ্রে রাসেল। তাঁর উইকেটটি নিলেন শার্দূল ঠাকুর।
– ৭ রানে স্যাম কারানের বলে আউট হয়ে গেলেন ইওন মরগ্যান।
– ৯ বলে ১৭ রান করে কর্ণ শর্মার বলে আউট সুনীল নারিন।
– দ্বিতীয় উইকেট হারাল কলকাতা। ৯ রানে কর্ণ শর্মার বলে আউট হয়ে গেলেন নীতীশ রানা। মাঠে নামলেন সুনীল নারিন। ৯ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে কলকাতার স্কোর ৮১।
– ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৪১ রান করল কলকাতা নাইট রাইডার্স। ক্রিজে রয়েছেন রাহুল ত্রিপাঠি এবং নীতীশ রানা।
– প্রথম উইকেট হারাল কলকাতা। ১১ রানেই শার্দূল ঠাকুরের বলে আউট হয়ে গেলেন শুবমান গিল।
– ব্যাটিং অর্ডারে বদল ঘটাল কলকাতা নাইট রাইডার্স। ওপেন করতে নামলেন রাহুল ত্রিপাঠি এবং শুবমান গিল। প্রথম ওভার বল করলেন দীপক চাহর।
– দুই দলের একাদশ কেমন হচ্ছে, দেখে নিন।
– টসে জিতে প্রথমে ব্যাট নিলেন দীনেশ কার্তিক।
– নেটে আঝ বোলিংও করে নিলেন মাহি।
– আইপিএলের ২১তম ম্যাচে মুখোমুখি ধোনি ও দীনেশ।
– অপেক্ষা আমর মাত্র কয়েক ঘণ্টার।
– রাসেল-নারিনে আজ জ্বলে উঠবে নাইটরা?
– কলকাতা বনাম চেন্নাই। পরিসংখ্যান যা বলছে…
– আজ আবার ব্রাভোর জন্মদিন। মাঠে তাঁকে দেখা যাবে?
– জোরকদমে প্র্যাকটিস চালাচ্ছেন চেন্নাইয়ের বোলারেরা।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।
Source: https://eisamay.indiatimes.com/sports/cricket/iplt20/news/chennai-super-kings-vs-kolkata-knight-riders-ipl-2020-live-score-from-sheikh-zayed-stadium-abu-dhabi/articleshow/78534317.cms