নতুন সুবিধে কলকাতা বিমানবন্দরে।
এত দিন পর্যন্ত অ্যারাইভাল থেকে ডিপারচার পর্যন্ত যেতে যাত্রীদের বিমানবন্দরের বাইরে যেতে হত।
#কলকাতা: ট্রানজিট যাত্রীদের হয়রানি কমাতে এ বার বিশেষ ব্যবস্থা নিল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। যে সব যাত্রী একটি শহর থেকে এসেছেন এবং অন্য একটি গন্তব্যে যাবেন, তাঁদের সাধারণত অনেক সময় কয়েক ঘণ্টা ধরে বসে থাকতে হয় বিমানবন্দরে। তারও আগে অ্যারাইভাল লাউঞ্জ থেকে তাঁদের যেতে হয় ডিপারচার লাউঞ্জ। এত দিন পর্যন্ত অ্যারাইভাল থেকে ডিপারচার পর্যন্ত যেতে যাত্রীদের বিমানবন্দরের বাইরে যেতে হত।
তার পর আবার নিরাপত্তা পরীক্ষা করিয়ে ডিপারচার লাউঞ্জে আসতে হত যাত্রীদের। তার জন্য অনেক হ্যাপা পোহাতে হত যাত্রীদের। সময়ও বেশি লাগত প্রায় এক ঘণ্টা। এ বার যাত্রীদের এই হ্যাপা দূর করতে অ্যারাইভাল থেকে সরাসরি ডিপারচারে যাওয়ার ব্যবস্থা করেছে কলকাতা বিমানবন্দর। এতে সময় যেমন বাঁচবে তেমনই হ্যাপাও অনেকটাই কমবে যাত্রীদের।
কলকাতা বিমানবন্দরের ডিরেক্টর কৌশিক ভট্টাচার্য বলেন, “কলকাতা কার্যত পূর্ব ভারতের প্রবেশদ্বার। কাজেই কলকাতা বিমানবন্দরের প্রায় ৩৫ শতাংশ যাত্রীই ট্রানজিট কেন্দ্র হিসেবে কলকাতা বিমানবন্দরকে ব্যবহার করেন। কাজেই নতুন এই ব্যবস্থা বিমানবন্দরের যাত্রীদের জন্য খুবই প্রয়োজনীয় এবং এতে বহু সংখ্যক যাত্রী উপকৃত হবেন।” কৌশিকবাবু জানিয়েছেন, আপাতত পরীক্ষামূলক ভাবে আরও দু’তিন দিন নতুন এই ব্যবস্থা খতিয়ে দেখা হবে। সে জন্য কয়েকটি বিমানের যাত্রীদের ছাড়া হবে। তার পরে সব ট্রানজিট যাত্রীদের জন্য নতুন ব্যবস্থা চালু করে দেওয়া হবে।
পুরো খবর পড়ুন
Source: https://bengali.news18.com/news/kolkata/kolkata-airport-transit-facility-to-save-flyers-time-akd-506272.html