উল্লেখ্য, বুধবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, বাংলায় একদিনে আক্রান্ত হয় ৩,২৩৭ জন এবং মৃত্যু হয়েছিল ৬১ জনের। তবে বৃহস্পতিবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, বাংলায় একদিনে নতুন করে আক্রান্ত হয়েছে ৩,১৯৭ জন এবং প্রাণ হারিয়েছে ৬০ জন। যে সংখ্যাটা সামান্য কমেছে।
Source: https://bangla.asianetnews.com/gallery/kolkata/latest-corona-update-of-kolkata-and-west-bengal-rtb-qgu61n