হাইলাইটস
- তাঁরা প্রত্যেকেই কলকাতা পুলিশে কর্মী-অফিসার। কলকাতা পুলিশের অন্দরে করোনার থাবা ক্রমেই যেন বেড়ে চলেছে।
- মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের। তাঁর নাম গৌতম মাহাতো।
- কলকাতা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন তিনি।
এই সময় ডিজিটাল ডেস্ক: তাঁরা করোনার গোটা পর্বে জীবন বাজি রেখে কাজ করে চলেছেন। আর তা করতে গিয়ে বাস্তবে নিজেদের প্রাণও চলে যাচ্ছে তাঁদের মধ্যে অনেকের। তাঁরা প্রত্যেকেই কলকাতা পুলিশে কর্মী-অফিসার। কলকাতা পুলিশের অন্দরে করোনার থাবা ক্রমেই যেন বেড়ে চলেছে। এবার মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের। তাঁর নাম গৌতম মাহাতো। কলকাতা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন তিনি।
লালবাজার সূত্রে খবর, কয়েক দিন আগেই করোনা আক্রান্ত হন গৌতম বাবু। বৃহস্পতিবার মৃত্যু হয় তাঁর। গৌতম বাবুকে নিয়ে কলকাতা পুলিশে মোট ১২ জন আধিকারিকের মৃত্যু হল। গৌতম বাবু সামনে থেকে করোনার বিরুদ্ধে লড়াই করেছিলেন। তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া দিয়েছেন উর্ধ্বতন কর্তৃপক্ষ।
বিষয় হল, গত কয়েকদিনে কলকাতা পুলিশের যে সব কর্মীর মৃত্যু হয়েছে, তাঁদের সিংহভাগের কো-মর্বিডিটি ফ্যাক্টর ছিল না বলে খবর। বেশিরভাগেরই বয়স ৪৫ থেকে ৫৫ মধ্যে। ফলে পুলিশকর্মীদের করোনার সঙ্গে যুঝতে না-পারার পিছনে পেশার জন্য তাঁদের অনিয়মিত জীবনযাপনের কিছুটা ভূমিকা থাকতে পারে বলে মনে করছেন অনেকে। একটি সমীক্ষা বলছে, গোটা দেশে বিভিন্ন রাজ্যের পুলিশ ও সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স মিলিয়ে অন্তত ৩৭ হাজার জন করোনা আক্রান্ত। মৃত্যু হয়েছে কমপক্ষে ২২০ জনের।
চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেন, ‘পুলিশের পক্ষে ঘড়ি ধরে কাজ করা সম্ভব নয়। পুলিশের কাজের চাপ অন্যান্যদের তুলনায় অনেক বেশি। অধিকাংশ ক্ষেত্রেই তাঁরা সঠিক ভাবে শারীরিক যত্ন নিতে পারেন না। বিশেষ করে এই পরিস্থিতিতেও তাঁদের মানুষের মধ্যে গিয়ে কাজ করতে হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি নানা সামাজিক পরিষেবা দিতে হচ্ছে। শরীর যতটা চাপ নিতে পারে, তার থেকেও অনেক অনেক বেশি কাজ করতে হচ্ছে তাঁদের। এমনিতেই দীর্ঘদিনের অনিয়মিত জীবনযাপনে আনুষাঙ্গিক কিছু রোগ তৈরি হয় বা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ক্ষেত্রে কমে যায়। ফলে করোনা সহজেই থাবা বসাতে পারছে।
উল্লেখ্য, গত মঙ্গলবারই পুলিশ দিবসের অনুষ্ঠানে করোনায় নিহত পুলিশকর্মীদের পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র ও ক্ষতিপূরণের টাকা তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে কর্মীদের মনোবলও বাড়ান তিনি।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।
Source: https://eisamay.indiatimes.com/west-bengal-news/kolkata-news/kolkata-police-asi-died-due-to-coronavris/articleshow/78040427.cms