শহরের বিভিন্ন মোড়ে গার্ডরেল বসানো হয়েছে, শুনশান ১২ এজেসি বোস রোড ফ্লাইওভারের সংযোগস্থল থেকে সৈয়দ আমীর আলী এভিনিউ। একদিকে গড়িয়াহাট অন্যদিকে পার্কসার্কাস মোড়, সবদিকে কলকাতা পুলিশের পাইলট কার এবং মোটর বাইকে টহলদারি চলছে।
Source: https://bangla.asianetnews.com/gallery/kolkata/police-have-started-strict-vigilance-in-kolkata-and-west-bengal-rtb-qgh9zi