১৪ সেপ্টেম্বর থেকে চালু কলকাতা মেট্রো, নিউ নর্মাল পরিস্থিতিতে কী কী নিয়ম মানতে হবে ? জেনে নিন
Bangla Editor | News18 Bangla | September 9, 2020, 5:12 PM IST
১৪ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে কলকাতা মেট্রো। বুধবার চূড়ান্ত গাইডলাইন প্রকাশ করল কর্তৃপক্ষ। সংক্রমণ এড়িয়ে কম মেট্রো চালিয়ে যাত্রী পরিষেবা দিতে তৈরি কলকাতার লাইফলাইন। Photos: Abir Ghoshal
অবশেষে আনলক কলকাতা মেট্রো। ১৪ সেপ্টেম্বর থেকে ছুটবে কলকাতার লাইফলাইন। বুধবার তারই চূড়ান্ত গাইডলাইন প্রকাশ করল মেট্রো কর্তৃপক্ষ।
নিউ নর্মাল পরিস্থিতিতে কলকাতায় মেট্রো চলবে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত। প্রান্তিক স্টেশন থেকে শেষ ট্রেন মিলবে সন্ধে ৭টায়। প্রতি স্টেশনে মেট্রো ৩০ সেকেন্ড দাঁড়াবে। তবে রবিবার মেট্রো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
সংক্রমণ মোকাবিলায় একাধিক পদক্ষেপ করেছে মেট্রো কর্তৃপক্ষ। ই -পাস ছাড়া মেট্রোয় যাতায়াত নয়। ১২ ঘণ্টা আগে ই-পাস বুকিং করা যাবে। স্মার্ট কার্ড দেওয়ার জন্য বুকিং কাউন্টারও খোলা থাকবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে একটি করে সিট ফাঁকা রেখে বসতে হবে যাত্রীদের। ক্রসচিহ্ন লাগানো সিটে বসা যাবে না ৷ স্টেশনে ঢোকার মুখে যাত্রীদের থার্মাল স্ক্রিনিং হবে। যাত্রীদের মুখে মাস্ক মাস্ট। মোবাইলে রাখতে হবে আরোগ্য সেতু অ্যাপ। স্টেশনের লিফটে সবচেয়ে বেশি ৩ জন করে উঠতে পারবেন।
ভিড় সামলাতে মেট্রো স্টেশনে থাকছে রাজ্য পুলিশ ও RPF। তারাই যাত্রীদের ই-পাস চেক করবে। নিউ নর্মাল পরিস্থিতিতে একাধিক পরিবর্তনও করেছে মেট্রো কর্তৃপক্ষ। কন্টেইনমেন্ট এলাকায় স্টেশন বন্ধ থাকবে। স্যানিটাইজেশনের পর চলবে রেক। ভূগর্ভস্থ স্টেশনে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত। তবে মাটির উপরের স্টেশনে দোকান খোলা রাখতে নিয়মিত স্যানিটাইজেশন করতে হবে। স্টেশন চত্বরে থুতু ফেললে মোটা টাকার জরিমানার মুখে পড়তে হবে অভিযুক্তকে।
সংক্রমণ থেকে বাঁচতে হবে। তাই নিয়মের কড়াকড়িতেই ছোটার অপেক্ষায় কলকাতা মেট্রো।
Source: https://bengali.news18.com/photogallery/coronavirus-latest-news/kolkata-metro-to-resume-operations-from-september-14th-know-about-the-covid-guidelines-ss-499981.html