কলকাতা: রাজ্যে একদিনে মৃতের তালিকায় শীর্ষে কলকাতা৷ গত ২৪ ঘন্টায় বাংলায় ৫৮ জনের মৃত্যু হয়েছে৷ এদের মধ্যে শুধু কলকাতারই ১৬ জন৷ দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগণা৷ একদিনে আক্রান্তের দিক থেকে অবশ্য কলকাতা দ্বিতীয় স্থানে৷ উত্তর ২৪ পরগণা প্রথম৷
সোমবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, শুধু কলকাতাতেই একদিনে মৃত্যু হয়েছে ১৬ জনের৷ রবিবার ছিল মাত্র ৮ জনে৷ অর্থাৎ মৃতের তালিকায় একদিনেই ৮ জন বেশি৷ তবে সব মিলিয়ে কলকাতাতেই এই পর্যন্ত মৃত্যু হয়েছে ১,৩৯২ জন৷
কলকাতায় একদিনে আক্রান্ত ৪৫৮ জন৷ রবিবার ছিল ৫৪১ জন৷ সব মিলিয়ে ৪৩ হাজার ৫৪২ জন আক্রান্ত৷ তবে নতুন আক্রান্তের চেয়ে তুলনামূলক ভাবে বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন৷
শহরে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৫৪৮ জন৷ রবিবার ছিল ৪০২ জন৷ তবে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৩৭ হাজার ৯৬২ জন৷ এই মূহুর্তে শুধু কলকাতায় অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা ৪ হাজার ১৮৮ জন৷ রবিবারের তুলনায় ১০৬ জন কম৷
অন্যদিকে রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী,বাংলায়ও একদিনে ফের বাড়ল মৃতের সংখ্যা৷ গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫৮ জনের৷ রবিবার ছিল ৫২ জন৷ তুলনামূলক ভাবে মৃতের তালিকায় একদিনে ৬ জন বেশি৷ রাজ্যে মোট মৃতের সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬২০ জনে৷
যে ৫৮ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ১৬ জন৷ উত্তর ২৪ পরগনার ১৩ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ২ জন৷ হাওড়া ৮ জন৷ হুগলি ৬ জন৷ পূর্ব বর্ধমান ১ জন৷ পূর্ব মেদেনিপুর ২ জন৷ পশ্চিম মেদিনীপুর ৩ জন৷ বাকুড়া ১ জন৷ নদিয়া ২ জন৷ মালদা ১ জন৷ উত্তর দিনাজপুর ১ জন৷ আলিপুরদুয়ার ২ জন৷
গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩,০৭৭ জন৷ রবিবার ছিল ৩,০৮৭ জন৷ সব মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৮৩ হাজার ৮৬৫ জন৷ এদিন অবশ্য নতুন আক্রান্তের চেয়ে তুলনামূলক ভাবে কম মানুষ সুস্থ হয়ে উঠেছেন৷
একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩,০২১ জন৷ রবিবার ছিল ৩,২০৭ জন৷ ফলে এই পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ১ লক্ষ ৫৭ হাজার ২৯ জন৷ তার ফলে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৫.৪০ শতাংশ৷ রবিবার ছিল ৮৫.১৯ শতাংশ৷ বাংলায় প্রতিদিনই বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার৷
মৃত ও আক্রান্তের সংখ্যা বাড়লেও রাজ্যে ফের কমল অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা৷ এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ আক্রান্ত করোনা রোগীর সংখ্যা ২৩ হাজার ২১৬ জন৷ যা রবিবারের তুলনায় মাত্র ২ জন কম৷
প্রশ্ন অনেক: অষ্টম পর্ব
ঝাড়খণ্ডের আদিবাসী সম্প্রদায় থেকে উঠে আসা এক আন্তর্জাতিক মানের চিত্র পরিচালকের গল্প
[embedded content]
Source: https://www.kolkata24x7.com/corona-kolkata-update-2/