First Published 31, Aug 2020, 9:26 AM
সোমবার পূর্ন দিবস লকডাউন। সকাল ৬টা থেকেই রাজ্যে লকডাউনের বিধিনিষেধ জারি । আর ইতিমধ্য়েই শহর ও শহরতলির বুকে আরও কড়া পুলিশ। সকাল থেকেই তৎপর বিধাননগর পুলিশ। ওদিকে বেহালা, তারাতলায় চলছে নাকাচেকিং। বাইরে মাস্ক ছাড়া এবং অকারণে বেরোলেই কলকাতা পুলিশ আটক করছে।সল্টলেকের বিভিন্ন রাস্তায় করা নজরদারি পুলিশের। সল্টলেকে আসা এবং সল্টলেক-উল্টোডাঙ্গা ক্রসিংয়ে কড়া নজরদারির পাশাপাশি প্রতিটি গাড়িতে চেকিং চালাচ্ছে পুলিশ। শহরের বিভিন্ন মোড়ে গার্ডরেল বসানো হয়েছে, শুনশান ১২ এজেসি বোস রোড ফ্লাইওভারের সংযোগস্থল থেকে সৈয়দ আমীর আলী এভিনিউ। একদিকে গড়িয়াহাট অন্যদিকে পার্কসার্কাস মোড়, সবদিকে কলকাতা পুলিশের পাইলট কার এবং মোটর বাইকে টহলদারি চলছে।
Source: https://bangla.asianetnews.com/gallery/kolkata/police-have-started-strict-vigilance-in-kolkata-and-west-bengal-rtb-qfwtly