হাইলাইটস
- কবি নজরুল মেট্রোর অদূরে গড়িয়ার ভিক্টোরিয়া গ্রিনস আবাসনের একটি ফ্ল্যাট রয়েছে রিয়াদের।
- ২০০৪ সালে রিয়ার ঠাকুরদা শিশির চক্রবর্তী দুই ছেলের নামে ফ্ল্যাট কেনেন
- গড়িয়ার রামকৃষ্ণনগর এলাকার এই আবাসনে।
- তবে ইন্দ্রজিৎ চক্রবর্তী কোনওদিনই পরিবার নিয়ে এসে এখানে থাকেননি
এই সময় বিনোদন ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে প্রথম থেকে কোনওভাবেই আত্মহত্যা বলে মেনে নিতে পারেননি তাঁর অনুরাগীরা। প্রথম থেকেই নেপোটিজম থিয়োরির সঙ্গে সুশান্তের মৃত্যুতে সকলে আঙুল তুলেছিলেন রিয়া চক্রবর্তীর দিকে। এরপর সুশান্তের বাবা কে কে সিং পটনা থানায় রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের বিরুদ্ধে এফাইআর দায়ের করলে তদন্ত শুরু করে বিহার পুলিশ। উঠে আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সুশান্তের বাবার অভিযোগ ক্রমাগত বিষ দিয়ে তাঁর ছেলেকে মেরে ফেলেছে রিয়া। ব্যাংক থেকে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। এরপর ইডির জেরার মুখে পড়ে চক্রবর্তী পরিবার।
বাজেয়াপ্ত করা হয় তাঁদের মোবাইল ফোন, ল্যাপটপ। একাধিকবার জেরা করা হয় রিয়া, তাঁর ভাই সৌভিক ও বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী কে। বৃহস্পতিবারও রিয়ার বাবাকে ফের তলব করা হয় ইডির তরফে। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে মামলার তদন্তভার এখন গিয়েছে সিবিআই-এর হাতে। নিজের মতো করে তদন্ত শুরু করেছে সিবিআই। শুক্রবার সিবিআই জেরাও করে রিয়া চক্রবর্তীকে। এর আগে রিয়ার ভাই, সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানী, নীরজ এবং স্যামুয়েলকে একাধিকবার জেরা করেছে সিবিআই।
এছাড়াও রিয়া চক্রবর্তীকে ডাইনি, বিষ কন্যা, ব্ল্যাক ম্যাজিক জানে যা ইচ্ছে তাই বলা হয়েছে। রিয়া জানান, প্রতিদিন তিনি হাজারটার বেশি ধর্ষণের এবং খুনের হুমকি পান। এছাড়াও রিয়াকে জড়িয়ে বাঙালি মেয়েদের কম কুৎসা করা হয়নি। আর সেই সংক্রান্ত প্রচুর অভিযোগও জমা পড়েছে লালবাজারে। সেখান থেকেই কলকাতা পুলিশ জানিয়ে দিয়েছিল, পশ্চিমবঙ্গের মেয়েদের তাক করে কুৎসা করলেই কড়া শাস্তি হবে। তবে এবার সামনে এল নতুন তথ্য।
কলকাতা শহরে মিলল চক্রবর্তী পরিবারের একটি ফ্ল্যাটের হদিশ। সেই ফ্ল্যাটের কথা মিলেছে একটি সংবাদমাধ্যম সূত্রে। ইডির জেরাতেই উঠে এসেছে সেই তথ্য। কবি নজরুল মেট্রোর অদূরে গড়িয়ার ভিক্টোরিয়া গ্রিনস আবাসনের একটি ফ্ল্যাট রয়েছে রিয়াদের। ২০০৪ সালে রিয়ার ঠাকুরদা শিশির চক্রবর্তী দুই ছেলের নামে ফ্ল্যাট কেনেন গড়িয়ার রামকৃষ্ণনগর এলাকার এই আবাসনে। তবে ইন্দ্রজিৎ চক্রবর্তী কোনওদিনই পরিবার নিয়ে এসে এখানে থাকেননি। এই আবাসনের A6 টাওয়ারের ৩০২-তে রয়েছে তাঁদের ফ্ল্যাট।
আরও পড়ুন
সুশান্তের শেষ কয়েক ঘণ্টা, CBI-কে কী জানালেন চার সাক্ষী?
২০১৬ সালে রিয়ার বাবা একবার এসে যাবতীয় রক্ষণাবেক্ষণের খরচ দিয়ে যান। এই ফ্ল্যাটের পাওয়ার অফ অ্যাটর্নি শিশির চক্রবর্তী দেন রিয়ার মা অর্থাৎ সন্ধ্যা চক্রবর্তীর নামে। তখনই তাঁরা জানিয়েছিলেন ফ্ল্যাটটি ভাড়া দিতে চান। এরপর দালাল মারফত ২০১৮ থেকে ফ্ল্যাটটি তাঁরা ভাড়া দেন। এখনও ওই ফ্ল্যাটে ভাড়াটিয়া থাকেন। তবে রিয়া কোনওদিন আসেননি এই ফ্ল্যাটে।
এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।
Source: https://eisamay.indiatimes.com/entertainment/cinema/rhea-chakrabortys-family-has-a-flat-in-kolkata-near-garia/articleshow/77810589.cms