স্টাফ রিপোর্টার, কলকাতা: সারা শহরের নিকাশি নালার মানচিত্র তৈরি করার সিদ্ধান্ত নিল পুরসভা। বড় নিকাশির সঙ্গে এলাকার নিকাশি নালা কী ভাবে এবং কোন পথে যুক্ত করা যেতে পারে, সেই রেখাচিত্রও মানচিত্রে থাকবে বলে জানিয়েছে পুর কর্তৃপক্ষ।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি উত্তর কলকাতায় একটি নিকাশি নালার কাজের জন্য আইআইটি খড়্গপুরের প্রতিনিধিরা ওই নির্দিষ্ট পুর এলাকার নিকাশি নালার মানচিত্র চেয়েছিল পুরসভার কাছে। কিন্তু তা দিতে পারেননি পুর কর্তৃপক্ষ। এরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুর প্রশাসকমণ্ডলীর সদস্য তথা নিকাশি দফতরের দায়িত্বপ্রাপ্ত প্রাক্তন মেয়র পারিষদ তারক সিং বলেন, “পুরনো পদ্ধতিতে রাস্তা খুঁড়ে নিকাশির পাইপলাইন চিহ্নিত করে তার পরে মেরামতি করা সময়সাপেক্ষ। তাই নিকাশি সমস্যার দ্রুত সমাধান করতে এ নিয়ে পুরসভার নিজস্ব মানচিত্র থাকা তৈরি করা হচ্ছে।” তারক সিং জানিয়েছেন, এই মানচিত্র তৈরি হতে সময় লাগবে প্রায় এক বছর।
ইতিমধ্যেই নতুন মানচিত্র তৈরির জন্য পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিমের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।
নিকাশি দফতর সূত্রে জানা গিয়েছে, ১৪৪ ওয়ার্ডে কত জমি রয়েছে এবং গত কয়েক বছর ধরে সেখানে সর্বাধিক বৃষ্টির পরিমাণ কত, তা-ও নথিভুক্ত করা হবে। এ ছাড়াও ওই ওয়ার্ডে কোথায় কোথায় নিকাশি নালা রয়েছে, তা দেখা হবে। এই তথ্যের উপরে ভিত্তি করেই তৈরি হবে ওই এলাকার নিকাশি-মানচিত্র। বৃষ্টিতে জল জমলে তা ওই নিকাশি নালার মাধ্যমে বেরিয়ে যেতে পারবে কি না, তা-ও দেখবেন পুর আধিকারিকেরা। এ ছাড়া সংশ্লিষ্ট ওয়ার্ডের জল কোন নিকাশি নালা ও পাম্পিং স্টেশনের মাধ্যমে কোথায় গিয়ে পড়ছে, মানচিত্রে সেই তথ্যও ধরা থাকবে।
উল্লেখ্য, নিকাশি দফতরের আধিকারিকেরা জানিয়েছেন, কলকাতা পুরসভার ১০০টি ওয়ার্ডের নিকাশি নালা সংক্রান্ত মানচিত্র বহু আগে তৈরি করা হয়েছিল। কিন্তু তার অনেকগুলিই নষ্ট হয়ে গিয়েছে।
প্রশ্ন অনেক:ষষ্ঠ পর্ব
নেপোটিজমের লড়াই ওপার বাংলাতেও। কীভাবে সামলাচ্ছেন অভিনেত্রীরা? মুখোমুখি বাংলাদেশের অভিনেত্রী বন্যা মির্জা
[embedded content]
Source: https://www.kolkata24x7.com/kolkata-municipality-is-making-a-map-of-the-drainage/