এবার করোনার থাবা কলকাতা পুরসভায়, আক্রান্ত প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ – HT Bangla

কলকাতা নিউজ

পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন তথা শাসকদল তৃণমূলে ফের করোনার থাবা। করোনা আক্রান্ত হয়েছেন কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত এবং পুর প্রশাসকম‌ণ্ডলীর সদস্য অতীন ঘোষ আপাতত তাঁর বাড়িতেই আইসোলেশনে রয়েছেন বলে জানা গিয়েছে।

উত্তর কলকাতার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অতীন ঘোষ সম্প্রতি কলকাতার প্রধান পুর প্রশাসক ফিরহাদ হাকিমের সংস্পর্শে এসেছিলেন। তাই ফিরহাদ হাকিম–সহ গত ১৫ দিন অতীনবাবুর সংস্পর্শে আসা সকলকে করোনা পরীক্ষা করিয়ে নিতে আবেদন জানিয়েছে অতীনবাবুর পরিবার। একইসঙ্গে বৃহস্পতিবার কলকাতা পুরভবন স্যানিটাইজ করা হবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, এর আগে তৃণমূলের অন্দরে করোনায় আক্রান্ত হয়েছেন রাজ্যের ২ মন্ত্রী সুজিত বসু এবং স্বপন দেবনাথ। সুজিত বসু বর্তমানে সু্স্থ হয়ে বাড়িতে রয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন পানিহাটি পুরসভার প্রশাসক স্বপন ঘোষ, ফলতার বিধায়ক তমোনাশ ঘোষ ও এগরার বিধায়ক সমরেশ দাসের।

Source: https://bangla.hindustantimes.com/bengal/kolkata/former-deputy-mayor-of-kolkata-municipal-corporation-atin-ghosh-got-covid-positive-31598513025228.html