বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি চলবে আরও কতদিন ? – News18 Bangla

কলকাতা নিউজ

কোথাও ভারী বৃষ্টি। কোথাও অতিভারী। সঙ্গে ঝোড়ো হাওয়া। আজ, সোমবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার, ২৭ অগাস্ট পর্যন্ত। দক্ষিণের সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ, সোমবার ভারী বৃষ্টি হতে পারে, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে ৷ Representational Image

Source: https://bengali.news18.com/photogallery/kolkata/heavy-rain-continues-till-thursday-in-various-parts-of-south-bengal-ss-491887.html