কলকাতায় নামার সময়েও চিন্তা থাকে পাইলটদের – Anandabazar Patrika

কলকাতা নিউজ
Pilots are even worried while they are landing at Kolkata Airport – Anandabazar

  • সুনন্দ ঘোষ

সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে

Kolkata Airport
—ফাইল চিত্র।

কোঝিকোড় বিমানবন্দরে গত শুক্রবারের বিমান দুর্ঘটনার পরে আলোচনার কেন্দ্রে বিমানের ‘টাচডাউন জ়োন’। নামার সময়ে রানওয়ের ঠিক কোথায় বিমানকে মাটি ছুঁতে হবে, সেটাই বলে দেয় টাচডাউন জ়োন। প্রতি বার বিমান নিয়ে নামার সময়ে এই টাচডাউন জ়োনের নিয়ম মানতে হয় পাইলটকে।

অনুমান করা হচ্ছে, কোঝিকোড় বিমানবন্দরে নামার সময়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পাইলট কোনও ভাবে সেই টাচডাউন জ়োন ছাড়িয়ে গিয়ে রানওয়ের মাটি ছুঁয়েছিলেন। তার পরে রানওয়ের বাকি অংশে তিনি শত চেষ্টা করেও বিমানকে দাঁড় করাতে পারেননি। যার পরিণতি এই দুর্ঘটনা।

অভিজ্ঞ পাইলটদের মতে, কলকাতায় যশোর রোডের দিকের প্রধান রানওয়ে দিয়ে অহরহ বিমান নামলেও সে ক্ষেত্রে মূলত দু’টি সমস্যা রয়েছে। প্রথমত, যশোর রোড নিয়ে নিয়মিত গাড়ি চলাচল। দ্বিতীয়ত, মধ্যমগ্রামের ভিতরে একটি চিমনি।

অন্য বিমানবন্দরের ক্ষেত্রে নামার আগে বিমান যখন রানওয়ের ঠিক উপরে আসে, তখন রানওয়ে থেকে তার উচ্চতা থাকে ৫০ ফুট। কিন্তু যশোর রোডের দিকে প্রধান রানওয়ের উপরে ওই উচ্চতায় আসতে পারে না বিমান। এয়ার ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত পাইলট ক্যাপ্টেন সুমন্ত রায়চৌধুরী বলেন, ‘‘অত নীচ দিয়ে নামতে গেলে একটি বাধা চিমনি। দুই, নীচে একের পর এক রেস্তরাঁ এবং পাখির উপদ্রব। তাই অত নীচ দিয়ে আসা সম্ভব নয়।”

ফলে, কলকাতা বিমানবন্দরের ক্ষেত্রে প্রধান রানওয়ের দিকে নামার সময়ে ১৪০০ ফুট এলাকা ছেড়ে হিসেব কষা শুরু হয়। একে বিমান পরিবহণের ভাষায় বলে ‘ডিসপ্লেসড থ্রেশহোল্ড’। ওই ১৪০০ ফুট পেরিয়ে এসে রানওয়ে শুরু হচ্ছে বলে কাল্পনিক ভাবে ধরে নেওয়া হয়। ১৪০০ ফুট পরে রানওয়ের মাথার উপরে বিমানের উচ্চতা হয় ৫০ ফুট। তখন আরও ১৩০০ ফুট ছাড়িয়ে সে টাচডাউন পয়েন্ট পায় এবং সেখান থেকে আরও এক হাজার ফুটের মধ্যে তাকে নেমে আসতে হয়। সুমন্তবাবুর কথায়, “যেহেতু কলকাতা বিমানবন্দরের রানওয়ে অনেক বড়, ওই ১৪০০ ফুট ছাড়লেও আরও ১০ হাজার ফুট পাওয়া যায়। তাই পাইলটদের বিশেষ সমস্যা হওয়ার কথা নয়।”

কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, এই কারণেই যখন যশোর রোডে মাটির উপর দিয়ে মেট্রো সম্প্রসারণের কথা ওঠে, তখন আপত্তি করেছিলেন বিমানবন্দর কর্তৃপক্ষ। একে তো চিমনি এবং গাড়ির জন্য কাঙ্ক্ষিত উচ্চতায় নামতে পারে না বিমান। তার উপরে মাথার উপর দিয়ে মেট্রো রেলের লাইন পাতলে বিমানের উচ্চতা আরও বাড়াতে হবে। বিমানবন্দরের পাঁচিলের গায়ে অত উঁচুতে মেট্রোর লাইন গেলে পাইলটকে নামার সময়ে আরও উপর দিয়ে উড়ে এসে নামতে হবে। ফলে ডিসপ্লেসড থ্রেশহোল্ড ১৪০০ ফুটের অনেক বেশি করতে হবে। সে ক্ষেত্রে রানওয়েতে নামার জন্য জায়গা কমে যাবে। সেই কারণে আপত্তি জানিয়েছিলেন বিমানবন্দর কর্তৃপক্ষ। মেট্রো রেল সেই আপত্তি মেনে ওই এলাকায় মাটির নীচ দিয়েই ট্রেন চলবে বলে ঠিক করেছে।

শেয়ার করুন

শেয়ার করুন

সবাই যা পড়ছেন

সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে

আরও পড়ুন

আরও খবর

সবাই যা পড়ছেন

আরও পড়ুন

Source: https://www.anandabazar.com/calcutta/pilots-are-even-worried-while-they-are-landing-at-kolkata-airport-1.1187937