এই সময় ডিজিটাল ডেস্ক: লকডাউনের দিনগুলিতে কলকাতার নেতাজি সুভাসচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাবতীয় উড়ান বন্ধ থাকবে। সোমবারই লকডাউনের নয়া দিন ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নবান্নর সংশোধিত সূচি অনুযায়ী ৫, ৮, ২০, ২১, ২৭, ২৮ ও ৩১ অগস্ট রাজ্যে লকডাউন। সেইমতো কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ মঙ্গলবার ঘোষণা করে, উল্লিখিত দিনগুলিতে উড়ান বাতিল করা হয়েছে। এর আগে আর এক ঘোষণায় দিল্লি, মুম্বই, পুণে, নাগপুর, চেন্নাই ও অহমেদাবাদ থেকে কলকাতার সমস্ত ফ্লাইট ১৫ অগস্ট পর্যন্ত বাতিল ঘোষণা করেছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।
কলকাতা বিমানবন্দরের তরফে মঙ্গলবার এক ট্যুইট বার্তায় জানানো হয়, রাজ্য সরকারের ৩ অগস্টের নির্দেশ অনুযায়ী, ৫, ৮, ২০, ২১, ২৭, ২৮ ও ৩১ অগস্ট কলকাতা বিমানবন্দর থেকে উড়ান বাতিল করা হচ্ছে।
গত ২৮ জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার কিছু ক্ষণের মধ্যেই রাতে একপ্রস্ত বদলেছিল বাংলাজুড়ে সম্পূর্ণ লকডাউনের দিন। সেই তালিকাও সোমবার ফের সংশোধন করে লকডাউনের নতুন সূচি প্রকাশ করে নবান্ন। প্রতি ক্ষেত্রেই যুক্তি দেওয়া হয়, ওই দিনগুলিতে বিভিন্ন উৎসব বা স্থানীয় রীতি পালনের কথা থাকায় লকডাউন না-করার অনুরোধ এসেছে বিভিন্ন মহল থেকে। কিন্তু, এই ভাবে বারবার দিন বদল হওয়ায়, সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। উৎসব নাকি সংক্রমণ রোখা— সরকারের কাছে কোনটা বেশি গুরুত্বের, প্রশ্ন তা নিয়েই।
আরও পড়ুন:বাংলায় করোনা-টেস্ট ১০ লক্ষের গোড়ায়, আক্রান্তের সঙ্গে সমানতালে বাড়ছে সুস্থতার হারও
অগস্ট মাসে সম্পূর্ণ লকডাউনের দিন প্রথমবার যখন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, তখন তালিকায় ২২ ও ৩০ অগস্ট ছিল। কিন্তু ওই দু’দিন যথাক্রমে গণেশ পুজো ও মহরম। ফলে কিছু ক্ষণের মধ্যেই ওই দু’দিন লকডাউন প্রত্যাহার করে নেওয়া হয়। ২৮ জুলাই রাতে ফের জানানো হয়, আগের ঘোষণামতো ২ এবং ৯ অগস্টও লকডাউন হবে না। ২ তারিখ ইদুজ্জোহার পরের এবং রাখি পূর্ণিমার আগের দিন আর ৯ তারিখ বিশ্ব জনজাতি দিবস। সেই রদবদলের পরে ঠিক হয়, লকডাউন হবে ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪ এবং ৩১ অগস্ট। কিন্তু সোমবার সেই তালিকা থেকে চার দিন বাদ দিয়ে অন্য চার দিন লকডাউন হবে বলে জানানো হয়েছে। ১৬, ১৭, ২৩ ও ২৪ অগস্টের বদলে লকডাউন হবে ২০, ২১, ২৭ ও ২৮ অগস্ট। প্রশাসনের অন্দরের খবর, পার্সিদের নববর্ষ, মনসা পুজোর মতো উৎসব থাকায় দিন পরিবর্তন করা হয়েছে। এ ভাবে বারবার লকডাউনের দিন বদল করায় সরকার সংক্রমণ ঠেকাতে আদৌ আন্তরিক কি না, তা নিয়ে প্রশ্ন তোলে নানা মহল। সরব বিরোধীরাও।
আরও পড়ুন:মোদীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন, করোনা আক্রান্ত পেট্রলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান!
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘এই সরকার পুরোপুরি ব্যর্থ অযোগ্য সরকার।’ রাজ্য সরকারের বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগও আনেন। রাহুল সিনহা বলেন, একমাসে ৫ বার লকডাউনের দিন পরিবর্তন করেছে এই সরকার। তিনি কটাক্ষের সুরে বলেন, সরকার লকডাউনের দিন নির্ধারণ করতে না পারলেও, সাম্প্রদায়িক রাজনীতি করতে পারে। ৫ অগস্ট রাজ্য সরকার লকডাউনের দিন ঘোষণা করেছে। কিন্তু অনেক আগে থেকেই ওই দিন অযোধ্যায় রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন ঠিক হয়ে আছে। রাহুল সিনহার অভিযোগ, রাজ্য সরকার সাম্প্রদায়িক রাজনীতি করছে। সিপিএমের সুজন চক্রবর্তীর মতে, ‘লকডাউনকে প্রহসনে পরিণত করছে সরকার নিজেই। লকডাউনের ক্যালেন্ডার এই নিয়ে চার বার বদলে গেল! কে বানাচ্ছে এই তালিকা?’ বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন, ‘রোগ মোকাবিলা এবং মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে! সরকার দিশেহারা।’
এদিকে, মঙ্গলবার করোনার থাবায় সর্বোচ্চ মৃত্যু হল পশ্চিমবঙ্গে। একদিনে সংক্রমণ ২৭০০-র উপরে। ৮০ হাজার ছাড়িয়ে গেল বাংলায় করোনার সংক্রমণ। এর মধ্যে স্বস্তির খবর একটাই– করোনায় সুস্থতার হার ৭০ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৭৫২। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৭৮ হাজার ২৩২। এদিন ২৭৫২ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ৯৮৪। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৮৫। এদিন মৃত্যু হয়েছে ৫৪ জনের। এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, এই মুহূর্তে চিকিৎসাধীন ২২ হাজার ৩১৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ২০৬৬ জন। মোট করোনা মুক্ত হলেন ৫৬ হাজার ৮৮৪ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৭০.২৪ শতাংশ।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করন।
https://t.me/EisamayNews
এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।
https://t.me/EiSamay_Entertainment
এই সময় ডিজিটালের লাইফস্টাইল সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।
https://t.me/Eisamay_Lifestyle
জীবন গড়ার দিশারি এই সময় ডিজিটাল। চাকরি বা শিক্ষা সংক্রান্ত লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল। জাস্ট একটা ক্লিক এখানে।
https://t.me/Eisamay_jobs_Education
Source: https://eisamay.indiatimes.com/west-bengal-news/kolkata-news/flight-operations-to-remain-suspended-on-revised-lockdown-days-kolkata-airport/articleshow/77358167.cms