একদিনে কলকাতা পুলিশের ৪২ জন করোনা আক্রান্ত – Kolkata24x7- বাংলা

কলকাতা নিউজ

কলকাতা: একদিনে কলকাতা পুলিশের ৪২ জন করোনা আক্রান্ত৷ এই পর্যন্ত সংখ্যাটা এক হাজারের বেশি৷ তবে বেশিরভাগ পুলিশকর্মী সুস্থ হয়ে উঠেছেন৷ করোনার হাত থেকে রেহাই পাননি বিধাননগর কমিশনারেটের পুলিশকর্মীরাও৷ সূত্রের খবর, মঙ্গলবার অর্থাৎ একদিনে কলকাতা পুলিশের ৪২ জন করোনা আক্রান্ত৷

তাদের সবার রিপোর্ট পজিটিভ৷ এদের নিয়ে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যাটা এক হাজার ছাড়িয়ে গিয়েছে৷ তবে কলকাতা পুলিশের দাবি,অধিকাংশ পুলিশ কর্মী ও আধিকারিক সুস্থ হয়ে উঠেছেন৷ নতুন করে বিধাননগর পুলিশ কমিশনারেট এর এয়ারপোর্ট থানায় দুই শীর্ষ আধিকারিক করোনা আক্রান্ত। ওই ২ জনের করোনা পরীক্ষা হয়৷ সেই রিপোর্ট পজিটিভ আসে৷

তারপরই দুই পুলিশ কর্তাকে ১৪ দিনের জন্য পাঠানো হল হোম কোয়ারেন্টাইনে৷ এছাড়া, আক্রান্ত বিধাননগর দক্ষিণ থানার পাঁচ পুলিশ কর্মী৷ আক্রান্ত বিধাননগর পূর্ব থানার এক পুলিশ কর্মীও। উপসর্গ থাকায় করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে লেকটাউন থানার ৫ পুলিশ কর্মীর৷

এদিকে এখনও পর্যন্ত কলকাতা পুলিশের ৫ জন পুলিশকর্মী মারা গিয়েছেন৷ মঙ্গলবার করোনায় মৃত্যু হয় চারু মার্কেট থানার কনস্টেবল দেবেন্দ্রনাথ তির্কির৷ কলকাতা পুলিশ জানিয়েছে,‘কনস্টেবল দেবেন্দ্রনাথ তির্কি।

চারু মার্কেট থানায় কর্মরত ছিলেন। একেবারে সামনের সারিতে থেকে লড়ছিলেন করোনা-যুদ্ধে। কোভিডে আক্রান্ত হয়ে সম্প্রতি ভর্তি হন হাসপাতালে৷ সেখানেই তার মৃত্যু হয়৷ এই প্রয়াত সহযোদ্ধার পরিবারের হাতে রাজ্য সরকারের স্বাস্থ্য বিমা অনুযায়ী দশ লক্ষ টাকা তুলে দেওয়া হবে শীঘ্রই।প্রয়াত সহকর্মীর শোকসন্তপ্ত পরিবারের পাশে আমরা আছি, এবং থাকব সর্বতোভাবে।’

প্রশ্ন অনেক: তৃতীয় পর্ব

[embedded content]

Source: https://www.kolkata24x7.com/kolkata-police-corona/