মেধাতালিকায় জায়গাই পেল না কলকাতা ৷মাধ্যমিক বোর্ড থেকে কী আগ্রহ হারাচ্ছে পড়ুয়ারা? ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা রেজাল্ট দেখতে লগ ইন করুন- www.news18bangla.com-এ
#কলকাতা: প্রকাশিত চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। এই প্রথম কলকাতার ঝুলি শূন্য ৷ মেধাতালিকায় জেলার রমরমার মাঝে জায়গাই পেল না কলকাতা ৷ সকাল দশটায় ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রকাশিত হল মাধ্যমিকের রেজাল্ট। আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। প্রকাশ করা হয়েছে মেধাতালিকাও।
প্রথম দশে স্থান পেয়েছে ৮৪ জন পড়ুয়া ৷ কিন্তু নজিরবিহীন ভাবে এই প্রথম সেখানে নেই কলকাতার কোনও স্কুলের পড়ুয়া ৷ গত কয়েক বছর ধরে কলকাতাকে টক্কর দিয়ে এগিয়ে যাচ্ছে জেলা ৷ গত কয়েক বছর ধরে মাত্র এক বা দুটি করে কলকাতার স্কুল জায়গা করে পাচ্ছিল ৷ কিন্তু এবছর প্রথম কলকাতা পেল শূন্য ৷ মেধাতালিকায় নেই শহরের কোনও স্কুলই ৷ গত বছরও যাদবপুর বিদ্যাপীঠের পড়ুয়া স্থান করে নিয়েছিল মেধাতালিকায় ৷
ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা রেজাল্ট দেখতে লগ ইন করুন- www.news18bangla.com-এ ৷ এরপর রোল নম্বরের (Roll Number) পাশাপাশি জন্ম তারিখ (Date Of Birth ) দিন ৷ তারপর ক্লিক করুন চেক রেজাল্টে (Check Result) ৷
চলতি বছরে সাফল্যের নিরিখে প্রথম পূর্ব মেদিনীপুর। মোট ৯৬.৫৯ শতাংশ পড়ুয়া পাশ করেছে। তারপরেই রয়েছে পশ্চিম মেদিনীপুর। কলকাতায় পাশের হার ৯১.০৭ শতাংশ ৷ গত কয়েকবছর ধরেই এমন অবস্থা দেখে বারবার প্রশ্ন উঠছিল তাহলে কি মাধ্যমিক বোর্ড থেকে আগ্রহ হারাচ্ছেন পড়ুয়ারা ৷ এবছরের রেজাল্টে উদ্বেগ আরও বাড়ল ৷
কলকাতার খারাপ ফল প্রসঙ্গে প্রশ্ন করা হলে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, ‘ব্যাপারটা নিয়ে বিশ্লেষণের দরকার রয়েছে ৷’ মনে করা হচ্ছে, এর পিছনে কারণ হল- ভাল ভাল ছেলেমেয়েদের ক্ষেত্রে মাধ্যমিক বোর্ড ছেড়ে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ার প্রবণতা বেড়েছে ৷ কলকাতার প্রথম সারির স্কুলগুলিতে কৃতী পড়ুয়ারা আর পড়তে আসছেন না ৷ তাই জেলার সঙ্গে টক্করে পিছিয়ে যাচ্ছে কলকাতা ৷
Somraj Bandopadhyay
পুরো খবর পড়ুন
Source: https://bengali.news18.com/news/kolkata/madhyamik-result-2020-no-students-from-kolkata-is-in-the-merit-list-of-top-10-of-madhyamik-examination-ed-473113.html